×

ভোজপুরি সুপারস্টার খেসারির সঙ্গে উষ্ণ রোমান্সে মাতলেন কাজল রাঘওয়ানি, ভাইরাল ভিডিও

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার জুটি হলো খেসারি লাল যাদব ও কাজল রাঘওয়ানি।

সম্প্রতি, ভাইরাল হল খেসারি লাল যাদব এবং সেক্সি ভোজপুরি ডিভা কাজল রাঘওয়ানি (Kajal Raghwani) অভিনীত আরও একটি সুপারহিট ভোজপুরি গানের ভিডিও। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই এক একটা ভোজপুরি গানের সেনসেশন। যে গানগুলিতে নায়ক-নায়িকাদের অসাধারণ নৃত্যলীলা, পাশাপাশি শরীরী হিল্লোল দেখে প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে সকল দর্শকদের। এই গানগুলিতে যেমন, নায়িকাদের শরীরী উন্মাদনার দৃশ্য চোখে পড়ছে, তেমনি নায়কদের নজরকাড়া রোমান্টিক মুহূর্তের দৃশ্য নজর কেড়ে নিচ্ছে সবার, সাধারণত এগুলোই এই ভিডিওগুলির প্রধান বৈশিষ্ট্য। সেই কারণেই ভিডিওগুলি প্রকাশ্যে আসা মাত্রই একেবারে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যাচ্ছে।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)। তাঁর অভিনীত কোন ছবি বা গান মানেই তা সুপারহিট। বিহার, ঝাড়খণ্ডে এই সিনেমাগুলি একেবারে দাপিয়ে রাজ করে। এমনকি এইসব ভিডিও আসা মানেই তা ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার খেসারিকে দেখা গেল কাজলের সঙ্গে দারুণ কিছু রোমান্টিক মুহূর্ত তৈরি করতে। তাঁরা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক-নায়িকা।

সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, যার এখন ভিউজের সংখ্যা মাত্রাতিরিক্ত। কাজল রাঘওয়ানিও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা। সম্প্রতি তাঁদের আরও একটি রোমান্টিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দুজনকেই কালো পোশাকে মুড়ে শরীরের হিল্লোল তুলতে দেখা গিয়েছে। তাঁদের রোমান্স দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন গোটা নেটজনতা। এই গানে তাঁদের গদগদ প্রেমের দৃশ্য থেকে অসাধারণ নৃত্যলীলা সবটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শক।

নায়িকার যেমন অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালনা, তেমনি তাঁর শরীরী হিল্লোল সবেতেই দর্শকদের ঘুম ছুটেছে। সম্প্রতি ‛Yashi Films’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটিতে ১৩ মিলিয়ন পছন্দসংখ্যা ছাড়িয়েছে। অনেকে কমেন্ট করে লিখেছেন যে ‛খেসারি ভাই আসল হিরো’। আবার কেউ লিখেছেন ‛সুন্দর’। কেউ আবার লিখেছেন ‛ওয়ান্ডারফুল’। সবমিলিয়ে এখন তুমুল ভাইরাল (Viral) খেসারি লাল ও কাজলের এই ভিডিও।

Related Articles