×

Sumana Chakroborty : নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন ‘কপিল শর্মা শো’-এর সুমনা, ভাইরাল অভিনেত্রীর অন্তরঙ্গ ছবি

বাঙালি কন্যা সুমনা চক্রবর্তী (Sumana Chakroborty) অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ।

Sumana Chakroborty : বাঙালি কন্যা সুমনা চক্রবর্তী (Sumana Chakroborty) অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ। তিনি একাধিক টেলিভিশন ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করছে। তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে ‘মন’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করার মাধ্যমে। পরবর্তীকালে তাঁকে ‘আঁখরি ডিসিশন’ (২০১০), ‘বর্ফি’ (২০১২), ‘কিক’ (২০১৪), ‘ফির সে’ (২০১৫)-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করতে দেখা যায়।

Sumana Chakroborty :-

Sumana Chakroborty

এইসবের মাঝে ২০০৭ সালে অভিনেত্রী সুমনাকে ‘খোয়াইশ’ ধারাবাহিকে প্রথমবার দেখা যায়। তারপরে ‘কসম সে’ ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার মাধ্যমে ছোট পর্দায় শুরু হওয়া সেই যাত্রা আজও অব্যাহত। ‘বাড়ে আচ্ছে লাগতে হ্যা’, ‘ইয়ে হ্যা আশিকি’, ‘জামাই রাজা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। এছাড়াও, তাঁকে সোনি টিভির ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর দুইটি সিজনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন : অভিনয় ছেড়ে এই কাজ শুরু করলেন মধুমিতা!

Sumana Chakroborty :-

Sumana Chakroborty

এই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায়। মাঝে মধ্যেই তাঁকে নিজ ইনস্টাগ্রাম আইডিতে থেকে নানান রকমের ফটো বা ভিডিও পোস্ট করতে দেখা যায়। ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করার দৌলতে তাঁর ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। এক মিলিয়নের অধিক মানুষ অভিনেত্রীকে ফলো করেন। সম্প্রতি অভিনেত্রীর কিছু ফটো প্রকাশ্যে এসেছে। ফটগুলোতে অভিনেত্রীকে নতুন অবতারে দেখতে পাওয়া যায়।

Sumana Chakroborty :

ফটোগুলোতে অভিনেত্রী সুমনাকে নীল রঙের বিকিনিতে বিভিন্ন রকমের পোজে দেখতে পাওয়া যায়। কোনো ফটোতে রুমের কাঁচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে হাসি ভরা মুখে একদম রিফ্রেশিং লুকে দেখতে পাওয়া যায়। আবার কখনও রুমের সুইমিং পুলে কাঁচ ও স্টিলের রেলিং-এ হাত রেখে পোজ দিতে দেখা যায়। নেটিজেনরা সুমনার এই লুকটিকে বেশ পছন্দ করেছেন। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট বক্স।

Related Articles