Sudipa Chatterjee : ‘এমন অশ্লীল পোশাক পরেছেন কেন’? স্নানের পোশাকে ভিডিও দিতেই কটাক্ষের শিকার ‘রান্নাঘরের রানী’ সুদীপা
কালো রঙের স্নানপোশাক পরে সুইমিং পুলের নীল জলের মাঝে জলকেলি করতো দেখা যায়। সঙ্গে দেখতে পাওয়া যায় আদিদেব ও এক বান্ধবীকেও।

Sudipa Chatterjee : ‘রান্নাঘরের রানী’ সুদীপা চট্টোপাধ্যায়কে সবাই শাড়িতে দেখতেই অভ্যস্ত। ‘সুদীপার রান্নাঘর’ শোয়েতে তাঁর এক এক রকমের শাড়ি থেকে চোখ সরাতে পারতেন না মহিলা দর্শকরা। প্রত্যেক শাড়িতেই থাকতো নতুনত্বের চমক। সেই সুদীপাকে আজ হঠাৎ শাড়ি পরিত্যাগ করে সুইম স্যুটে দেখে অবাক দর্শকরা। ফলস্বরূপ, শাড়ির সুদীপাকে সুইম স্যুটে দেখে অনেকেই তাঁর দিকে আঙুল তুললেন এবং তাঁর ‘রুচিবোধ’কে কাঠগড়ায় দাঁড় করালেন।
Sudipa Chatterjee :
সুদীপা চট্টোপাধ্যায় ( Sudipa Chatterjee ) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর নিজস্ব আইডি আছে। সেই আইডি থেকে নানানরকমের ফটো ও ভিডিও পোস্ট করে থাকেন তিনি। সম্প্রতি তাঁর পোস্ট করা একটি ভিডিও তাঁর নাম খবরের শিরোনামে নিয়ে এলো। ভিডিওটিতে ‘রান্নাঘরের রানী’কে লাস্যময়ী অবতারে দেখতে পাওয়া গেল। সুদীপাকে ভিডিওটিতে কালো রঙের স্নানপোশাক পরে সুইমিং পুলের নীল জলের মাঝে জলকেলি করতো দেখা যায়।
এখানে পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বিদায় নিলেন রচনা!
সঙ্গে দেখতে পাওয়া যায় আদিদেব ও এক বান্ধবীকেও। এই ভিডিওর ক্যাপশনে লেখা থাকে, “হার পল এইসে জিও, জেইসে কে আখরি হো” (Har Pal Aise Jio, Jaise Ke Akhri Ho)। এর বাংলা অর্থ, “জীবনের প্রত্যেক মুহূর্ত এমনভাবে উপভোগ করো, যে এটাই জীবনের শেষ মুহূর্ত”।
Sudipa Chatterjee :
View this post on Instagram
এদিকে সুদীপাকে স্নানপোশাকে জলকেলি করতে দেখে অবাক নেটিজেনরা। কেউ সুদীপার নতুন অবতার দেখে প্রশংসা করেছেন। আবার কেউ কটাক্ষপূর্ণ মন্তব্য ছুঁড়ে দিয়েছেন। এক নেটিজেন প্রশংসা করে বলেছেন, “আদিদেবের মা-কে চিনতেই পারা যাচ্ছে না”। অপর এক নেটিজেনের কথায় তাঁকে নাকি “অচেনা অচেনা লাগছে”। কিছু নেটিজেন যদিও কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন সুদীপাকে। এক নেটিজেন লেখেন, “আজকাল সবাই বক্ষ বিভজিকা প্রদর্শন করতে ব্যস্ত। আপনিও আর সেই তালিকা থেকে বাদ গেলেন না”। একজন তো তাঁকে ‘অশ্লীল’ বলেই দেগে দিলেন। অপরজন আবার সুদীপার ‘রুচি’তে প্রশ্ন তুললেন।