ক্যামেরার সামনে শুভী শর্মার সাথে উদ্দাম রোমান্সে মাতলেন নিরাহুয়া, তুমুল ভাইরাল ভিডিও
দুজনকে দেখা যাচ্ছে 'পালা মে লাগা কড়ি' (Pala Me Laga Kadi) গানের তালে দুর্দান্ত কায়দায় নৃত্য পরিবেশন করতে।

বিভিন্ন আঞ্চলিক সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি বর্তমানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগে এই ছোট ইন্ডাস্ট্রিটিকে কেউ সেভাবে না চিনলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ার দরুন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই ইন্ডাস্ট্রিটি। আর এর পাশাপাশি জনপ্রিয়তা লাভ করেছে এই সিনেমার ইন্ডাস্ট্রির বিভিন্ন তারকারা। যাদের ফ্যান ফলোয়িং আর পাঁচটা বলি তারকাদের চেয়ে কোনো অংশে কম নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন ভোজপুরি গান ও ভোজপুরি গানের ভিডিও ক্লিপ।
যদিও বর্তমানে মার্কেটে চলে এসেছে বিভিন্ন ধরনের নতুন ভোজপুরি গানের সংস্করণ। আর এই গানগুলির পাগল করা ভিডিও দেখে রীতিমত ঘাম ছোঁটে প্রতিটি অনুরাগীর। আর তার ওপর যদি থাকে ভোজপুরি স্টার অভিনেতা দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও অভিনেত্রী শুভী শর্মা (Shubhi Sharma)-র জুটি তাহলে তো কোনো কথাই হবে না। এই দুই তারকার হট রোমান্স যে কাউকেই ঘায়েল করতে সক্ষম।
বর্তমানে এই দুই তারকা ভোজপুরি ইন্ডাস্ট্রি অন্যতম হিট জুটি। সম্প্রতি তাঁদের নতুন একটি ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এমনকি তা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে চারিদিকে। সম্প্রতি ‘ইয়াশি ফিল্মস ভোজপুরি’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় এই নতুন গানের ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়া ও অভিনেত্রী শুভী শর্মার হট রোমান্স।
দুজনকে দেখা যাচ্ছে ‘পালা মে লাগা কড়ি’ (Pala Me Laga Kadi) গানের তালে দুর্দান্ত কায়দায় নৃত্য পরিবেশন করতে। ক্যামেরার সামনে ফুলশয্যার বিছানায় অসম্ভব শরীরী হিল্লোল তুলেছেন দুজনেই। আর দুজনের সেই ঘনিষ্ঠ দৃশ্য দেখে একেবারে ক্লিনবোল্ড হয়ে গিয়েছেন তাঁদের অনুরাগীরা। ভিডিওটিতে দুজনের একেবারে গদগদ প্রেমের দৃশ্য ফুটে উঠেছে। ভিডিওটিতে পুরো ঘরটিকে ফুল দিয়ে সাজানো অবস্থায় দেখা গিয়েছে। সুতরাং এই এই ভিডিওটি যে সেই সিনেমার ফুলশয্যার দৃশ্য ছিল তা নিঃসন্দেহে বলা যায়।