×

শ্রাবন্তী-শুভশ্রীর যুগলবন্দিতে কেঁপে উঠল ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চ, ভাইরাল ভিডিও

তিন সুন্দরী বিচারক রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ।

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে জমে উঠেছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স ১২’ (Dance Bangla Dance Season 12)-এর মঞ্চ। এটি শুরু হয়েছে গত ১১ই ফেব্রুয়ারি তারিখ থেকে। প্রত্যেক শনিবার ও রবিবারে রাত ৯:৩০ নাগাদ এই জনপ্রিয় শোটি অনুষ্ঠিত হয়। শোটির সাম্প্রতিক সিজনটি আরও জমে উঠেছে প্রায় দশ বছর পরে মহাগুরু ফিরে আসার কারণে।

একইসঙ্গে এই শোতে প্রতিযোগী হিসাবে দেখা গেছে ‘পান্তাভাতের’ কুণ্ডু দীপান্বিতাকেও। সবমিলিয়ে পুরো জমজমাট মঞ্চ। একই মঞ্চে মহাগুরু মিঠুন চক্রবর্তী ও দীপান্বিতা কুণ্ডুকে দেখে আবেগপ্রবণ হয়ে উঠেছেন বহু দর্শক। উল্লেখ্য, এই শোয়েতে বিচারকের আসনে রয়েছেন তিন সুন্দরী। এঁরা হলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), বলি অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy) এবং টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। শোটিতে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া গেছে টলিউডের জনপ্রিয় অভিনয় অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)।

শোটিতে বর্তমানে বিচারকরূপে মৌনি রায় (Mouni Roy) অনুপস্থিত। এইবারে তাঁর সেই শূন্যস্থান পূরণ করতে চলতি সপ্তাহে অতিথি বিচারকরূপে হাজির হতে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জিকে (Puja Banerjee)।

সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যায়, তিন সুন্দরী বিচারক রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ। প্রকাশ্যে আসা ভিডিওটিতে তিন সুন্দরীকে একসঙ্গে ‘কিসি ডিস্কো মে জায়ে’ (Kisi Disco Mein Jaaye) গানে নাচতে দেখা যায়। এই সুন্দরীদের সঙ্গে মঞ্চে হাজির হয়েছিলেন অঙ্কুশ হাজরাও। জনপ্রিয় হিন্দি গানের তালে নিজের জায়গায় দাঁড়িয়েই কোমর দোলালেন মহাগুরু মিঠুনও। সবমিলিয়ে বেশ জমজমাট পরিবেশের ঝলক দেখা গেল ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ের।

Related Articles