×

‘ইংরেজি জানে না’, ভিডিও পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার শুভশ্রী

হকি বিশ্বকাপ উপলক্ষেই হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে যে যেখানে পান থেকে চুন খসলেই সমালোচিত হন প্রত্যেকে। সে দিক থেকে রেহাই পাননা আমজনতা থেকে শুরু করে বিভিন্ন তারকারা। তাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের উপস্থাপন করার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে বর্তমান সময়ে। এর আগে বহুবার বহু তারকাকে বিভিন্ন কর্মকান্ডের জেরে নেটিজেনদের ট্রোলের মুখে পরতে হয়েছিল। যেমনটা কিছুদিন আগে বছরের শুরুতে ঠোঁটে চুমু খাওয়ার ছবি পোস্ট করে কটাক্ষের মুখে পরতে হয় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে।

এছাড়াও গতবছর ব্রিটেনের রানি এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেও নেটিজেনদের কাছে সমালোচিত হন অভিনেত্রী শুভশ্রী। এবার ভুল ইংরেজি বলায় নেট পাড়ায় হাসির খোরাক পরলো রাজ ঘরণীর ওপর। গত শুক্রবার থেকে শুরু হচ্ছে পুরুষদের হকি বিশ্বকাপ। আর এবারের হকি বিশ্বকাপে আয়োজক দেশ ভারত। উড়িষ্যায় অনুষ্ঠিত হবে এবারের হকি বিশ্বকাপ। আর সেই উপলক্ষেই হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ভিডিওটিতে একেবারে স্পোর্টি লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সাদাকালো পোশাকে তিনি ইংরেজিতে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের হকি দলকে। আর সেখানেই হয়েছে গন্ডগোল।

সেখানে তিনি ‘হকি ওয়ার্ল্ড কাপ’ বলতে গিয়ে ভুলে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’ উচ্চারণ করে ফেলেছেন। আর সেই ছোট্ট ভুলের জন্যই অভিনেত্রীকে ইংরেজির পাঠ পড়িয়ে দিলেন সমস্ত নেটিজেনরা। নেটিজেনদের মধ্যে একজন অভিনেত্রীর বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, ‘ওয়ার্ল্ডস কাপ!! ভগবান ইংরেজি বলতে না পারলে বলেন কেন? এত চেষ্টার দরকার নেই তো!!’ এছাড়াও কেউ কেউ অভিনেত্রীর ঠোঁট নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি নাকি লিপ সার্জারি করিয়েছেন এমনটাও ধারণা পোষণ করেছেন কেউ কেউ।

যদিও আগাগোড়ার মতোই সেসমস্ত সমালোচনাকে তোয়াক্কা করেননি তিনি। তবে যাদের তিনি শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তারা অভিনেত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি। ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং অভিনেত্রীর সেই ভিডিওর কমেন্টবক্সে লেখেন ‘অসংখ্য ধন্যবাদ’। তবে এটিই প্রথম নয় এর আগে রাগ করোনা অতিমারি চলাকালীন দুবাইয়ের স্কাই ড্রাইভিং-এর একটি ভিডিও শেয়ার করে নেটিজেনদের সমালোচনার মুখে পরতে হয় তাঁকে। সেখানে তিনি ভুল ইংরেজি বলার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন।

Related Articles