‘আমরা প্রতি মিনিটে চুমু খাই’, নেটিজেনদের একহাত নিলেন শুভশ্রী
শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তীকে একে অপরের সঙ্গে চুম্বন দৃশ্যে লিপ্ত থাকতে দেখা যায়।

বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা প্রায়শই ট্রোলড হন। কখনও সিনেমার কন্টেন্টের জেরে, আবার কখনও কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে। অনেক সময়েই পুরোনো বক্তব্যের ভিডিওকে কেন্দ্র করেও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন অভিনেতা ও অভিনেত্রীরা। কোনো অভিনেতা বা অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, উঠতি অভিনেতা-অভিনেত্রী হোক বা জনপ্রিয় মুখ, নেটিজেনদের ট্রোলিং থেকে কেউই বাঁচতে পারেন না। এই তালিকায় এবার যুক্ত হল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) নাম। পূর্বে ব্যক্তিগত জীবনের খবরের জেরে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন তিনি। এবারটাও অন্যথা হল না। তৃণমূল বিধায়ক তথা পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর এক বিতর্কিত ফটো প্রকাশ্যে আসার পর থেকেই চর্চার কেন্দ্রে শুভশ্রী গাঙ্গুলি।
ভাইরাল ফটোটিতে শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তীকে একে অপরের সঙ্গে চুম্বন দৃশ্যে লিপ্ত থাকতে দেখা যায়। দুইজনের ওই লিপলকের দৃশ্যই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। কেউ শুভশ্রীকে, তো কেউ রাজ চক্রবর্তীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কারোর দাবি, “পুরো ঘটনাটাই লোক দেখানো”। সেখানেই এক নেটিজেন প্রশ্ন করেছেন, “এ কেমন বিধায়ক!”
ইস্যুটি বারংবার চর্চার বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও রাজ ও শুভশ্রী কেউই বিষয়টিকে পাত্তা দিতে চাইছেন না। শুভশ্রীর মন্তব্যতেই স্পষ্ট যে, তিনি নেটিজেনদের আক্রমণ দ্বারা প্রভাবিত হননি। তাঁর কথায়, “প্রত্যেক মিনিটে আমরা একে অপরকে চুমু খাই এবং এটা আমরা কোনো মতেই বন্ধ করব না”।