Subhashree Ganguly : ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঐশ্বর্যকেও টেক্কা দিলেন শুভশ্রী, মুহূর্তে ভাইরাল ছবি
বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় মুখ শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)।

Subhashree Ganguly : বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় মুখ শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। কর্ম জীবনের প্রথম অধ্যায়ে মিষ্টি চরিত্রে অভিনয় করলেও দ্বিতীয় অধ্যায়ে তিনি চ্যালেঞ্জিং ও গম্ভীর চরিত্রে অভিনয় করার মাধ্যমে দক্ষতা প্রদর্শন করেন। বাংলা চলচ্চিত্র জগতে ২০০৭ সালে সফর শুরু করার পরে নানান রকমের উত্থান পতন এসেছে তাঁর ব্যক্তিগত জীবনে ও কর্মজীবনে। এই সমস্ত সংঘর্ষ ও সমালোচনার মাঝেই নিজেকে নতুনভাবে প্রতিনিয়ত তুলে ধরছেন তিনি।
Subhashree Ganguly :
এই বাঙালি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে (Subhashree Ganguly) বেশ সক্রিয়। নিজ ইনস্টাগ্রাম আইডি থেকে নানান রকমের ফটো ও ভিডিও পোস্ট করার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। সম্প্রতি তিনি একটি রিল ভিডিও (Reel Video) শেয়ার করলেন, যা চর্চার বিষয় হয়ে উঠল।
Subhashree Ganguly :
শুভশ্রী গাঙ্গুলিকে উক্ত ভিডিওতে টিউব টপ ও বেইজ রঙের শাড়ি পরিহিত অবস্থায় একটি কাঠের চেয়ারে বাঁ হাতের উপর ভর করে হেলান দিয়ে বসে থাকতে দেখা যায়। উল্লেখ্য, ভিডিওটিতে শুভশ্রীকে অনেকটা ‘চোখের বালি’ (Chokher Bali) সিনেমার ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘বিনোদিনী’ (Binodini Aishwarya Rai Bachchan) চরিত্র সদৃশ দেখতে লাগে। খোলা পিঠের উপর ঝর্ণার মতো পড়ে থাকা ঘন কালো লম্বা কেশ, বাঁ দিকের কাঁধের উপর দিয়ে পেরিয়ে যাওয়া বিবর্ণ রঙের শাড়ির আঁচল, গহনাহীন শরীর এই সবকিছুর সমন্বয়ে তাঁর এই নতুন অবতার পুরোই যেন বিশ্বসুন্দরীর সৌন্দর্যকে প্রতিযোগিতায় দাঁড়ানোর আহবান জানাচ্ছিল। তবে এক্ষেত্রে হাতে সবুজ রঙের কাঁচের চুড়িগুলো ছিল দৃষ্টি আকর্ষণ করার মতো। বিবর্ণ সাজের মাঝে রঙিন সবুজ চুড়ি যেন কোনো এক বিপরীত বার্তা বহন করছিল।
এখানে দেখুন : ৯০ দশকের সুপারহিট গানে উদ্দাম নেচে মঞ্চ কাঁপালেন অঙ্কুশ-শুভশ্রী, ভাইরাল ভিডিও
ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘রাত হামারি তো চাঁদ কি সহেলি হ্যা’ (Raat Hamaari Toh Chand Ki Saheli Hai) গান। এই গানের মাঝে শুভশ্রীকে কখনও সবুজ রঙের পুরোনো দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আবার কখনও সেই দরজার কাছেই গোলাপের পাপড়ি ছড়ানো মেঝেতে একটি চেয়ার পেতে সেই চেয়ারে বসে থাকতে দেখা যায়। প্রথমে এই ভিডিওটিকে শুভশ্রী অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর অংশ বলে মনে করেন অনেকেই। কিন্তু এই ভিডিওর ক্যাপশনে লেখা বাক্যই জল্পনার সৃষ্টি করল। ক্যাপশনে লেখা ছিল, ‘কামিং সুন’ (Coming Soon)। যার অর্থ, “শীঘ্রই আসছে”। এই ক্যাপশন দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠতে শুরু করল, তাহলে কি শুভশ্রী আবার নতুন কোনো প্রজেক্টের অংশ হতে চলেছেন? যদিও এখনও সেই উত্তর জানা জানা যায়নি। তবে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ শুভশ্রীর অভিনয় দেখার পরে পরবর্তী প্রজেক্টের জন্য অধীর আগ্রহে আছেন দর্শকরা।
Subhashree Ganguly Reals Video :
View this post on Instagram
উল্লেখ্য, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট কোকোর ছোঁয়ায় শুভশ্রীর এই অবতার দেখার সুযোগ পেয়েছেন অনুরাগীরা। শুভশ্রীর এই লুক বহু নেটিজেনেরই পছন্দ হয়েছে। অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট বক্স। প্রায় ২১ হাজারের মতো মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন।