প্রকাশ্য মঞ্চে অসাধারণ বেলি ডান্স করলেন ‘মন ফাগুন’-এর পিহু, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
মূলত 'মন ফাগুন' ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই টলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সৃজলা গুহ।

স্টার জলসা সম্প্রচারিত একটি পুরোনো ও অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মন ফাগুন’ (Mon Phagun)। এই ধারাবাহিকটি শেষ হয়েছে বহুদিন হলো। এককালীন এই জনপ্রিয় ধারাবাহিকটি টিআরপি রেটিং তালিকায় বহুদিন যাবত শীর্ষস্থানে নিজেদের স্থান দখল করে রেখেছিল। বর্তমানে যেভাবে টিআরপির সেরা আসন জিতে নিতে ধারাবাহিকের দুটো চ্যানেলের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সে কারণে একের পর এক নতুন ধারাবাহিক এই চ্যানেলগুলোতে আসছে এবং বিদায় নিচ্ছে পুরোনো ধারাবাহিকগুলি।
তেমনি স্টার জলসা সম্প্রচারিত একটি নতুন এই ধারাবাহিকের দাপটে বিদায় নিতে হয়েছে সন ও সৃজনার জনপ্রিয় জুটিকেও। সিরিয়াল প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল এই জুটিটি। তাঁদের সম্পর্কের রসায়ন এবং অভিনয় সবটাই মুগ্ধ করেছিল দর্শকদের। যার কারণে ধারাবাহিকটি শেষ হলেও তাঁদের জনপ্রিয়তায় ভাটা পরেনি এটুকুও। তবে ধারাবাহিক শেষ হতে না হতেই একের পর এক বোল্ড ফটোশুটে ভক্তদের একেবারে ঘুম কেড়ে নিচ্ছেন অভিনেত্রী সৃজলা গুহ।
মূলত ‘মন ফাগুন’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই টলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সৃজলা গুহ। আর এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই বিপুল ভক্ত সংখ্যা হাকিয়ে নিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি নিজের অভিনয় যাদুতে মাত করেছেন সকলকে। তবে অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী নাচের দিক থেকেও তুখোড়। মূলত মডেলিং করে নিজের অভিনয় কেরিয়ার শুরু করলেও নাচের দিক থেকেও ভীষণ পটু তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ এর তৃতীয় সিজনে।
সম্প্রতি এই শোয়েরই একটি প্রোমো তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে এক প্রতিযোগীর সাথে জুটি বেঁধে বেলি ডান্স করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আসলে এটি ছিল এই শোয়ের একটি বিশেষ পর্বের প্রোমো। আর সেখানেই স্টার জলসার সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের সাথে মেতে উঠতে দেখা যায় প্রতিযোগিদের। সেরকমই সৃজলা, অনুব্রত ও কথাকলিও সকলের সাথে নাচে মেতে ওঠে। সব মিলিয়ে এদিনের পর্ব যে পুরো জমে ক্ষীর হয়ে উঠেছিল তা বলা বাহুল্য।