Srabanti Chatterjee: হোটেলের ফাঁকা রুম থেকে এমন ছবি শেয়ার করলেন শ্রাবন্তী
বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)।

বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তিনি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood Film Industry) একাধিক সিনেমায় অভিনয় করেছেন। একসময়ে মিষ্টি হাসি ও অভিনয়ের দৌলতে চর্চিত হলেও বর্তমানে বিভিন্ন বিতর্কিত খবরের জেরে তিনি খবরের শিরোনামে চলে আসেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল হায়দ্রাবাদ ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানের কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল।
শ্রাবন্তী চ্যাটার্জি নিজের ইনস্টাগ্রাম আইডি (Instagram Id) থেকে একটি ফটো পোস্ট করেন। ফটোটিতে তাঁকে ডিজাইনার পল্লবী পোদ্দারের গ্রে রঙের স্লিভলেস গাউন পরে থাকতে দেখা যায়। পুরো গাউন জুড়েই সিকুইনের কারুকার্য থাকতে দেখা যায়। একইসঙ্গে ওই গাউনে দেখতে পাওয়া যায় সাদা ফ্লোরাল এমব্রয়ডারিও। গাউনটি ডিপ নেক কাটযুক্ত হওয়ায় শ্রাবন্তীর ক্লিভেজ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল।
গাউনের নেকলাইনে স্পষ্ট ডিটেলিং, গাউনটির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। শ্রাবন্তীকে এই পোশাকের সঙ্গে হালকা মেকআপ করতে দেখা যায়। হাতে থাকা ঘড়ি, গলায় থাকা স্টোন গ্রথিত চোকার তাঁর সাজের মানান বাড়িয়ে দেয়। এই সাজে চুল খোলা অবস্থায় তাঁকে অপরূপ সুন্দরী দেখতে লাগে। তাঁর এই রূপ থেকে নজর ফেরাতে পারেননি নেটিজেনরাও।
শ্রাবন্তীর ফটোটিতে অভিনেত্রীকে হোটেলের রুমের একদিকে কাঁচের জানালার ধারে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায়। শ্রাবন্তীর অন্যান্য পোস্টে যেখানে বেশিরভাগ সময়ই নেটিজেনদের কটাক্ষপূর্ণ মন্তব্য দেখা যায়, সেখানে এই পোস্টটিকে শ্রাবন্তীর রূপ ও সাজসজ্জার গুণগানে ভরিয়ে দিতে দেখা গেল নেটিজেনদের। নেতিবাচক মন্তব্য তো দূরের কথা, প্রশংসা সমন্বিত মন্তব্যে উপচে পড়তে দেখা গেল পোস্টটির কমেন্ট বক্স।