সকালে এই কাজ করতে ঘেমে একাকার অভিনেত্রী শ্রাবন্তী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তিনি বাংলা সিনেমা জগতের একাধিক প্রথম সারির অভিনেতার বিপরীতে নায়িকারূপে অভিনয় করেছেন।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তিনি বাংলা সিনেমা জগতের একাধিক প্রথম সারির অভিনেতার বিপরীতে নায়িকারূপে অভিনয় করেছেন। এই তালিকায় রয়েছে জিৎ (Jeet), দেব (Dev), হিরণ (Hiran), সোহমের (Soham) মতো জনপ্রিয় অভিনেতাদের নাম।
একসময় চুটিয়ে বিভিন্ন সিনেমায় অভিনয় করলেও বর্তমানে তাঁকে সিনেমার পর্দায় আগের মতো ততটা সক্রিয় আর দেখা যায়। যদিও ধীরে ধীরে তিনি আবার সেই রাজত্ব ফিরে পাওয়ার চেষ্টা করতে শুরু করেছেন। কিছুদিন আগেই ‘কাবেরীর অন্তর্ধান’ সিনেমায় তাঁকে প্রসেনজিতের বিপরীতে দেখা গেছে। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের সোশ্যাল মিডিয়া আইডি থেকে প্রতিনিয়ত বিভিন্ন রকমের পোস্ট করতে দেখা যায় তাঁকে। যদিও তাঁকে বেশিরভাগ সময়ই নেটিজেনদের ট্রোলিং-এর শিকার হতে হয়েছে। তবে তিনি কোনোকিছুকে পাত্তা না দিতেই নিজের শর্তে জীবন পরিচালনা করতে ভালোবাসেন।
সম্প্রতি শ্রাবন্তীর একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে জিম ট্রেনার অরিজিৎ ঘোষালের ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটিতে শ্রাবন্তীর অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডিকেও ট্যাগ করা হয়েছে। ভিডিওটিতে অভিনেত্রী শ্রাবন্তীকে কালো ট্র্যাকসুট ও স্কিনি টিশার্ট পরে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। শরীরচর্চা করার জন্য যা যা করতে হয় জিম ট্রেনারের নজরদারিতে তিনি সবটাই করছেন।
কখনও তাঁকে ডাম্বল নিয়ে পেশির ব্যায়াম করতে দেখা গেছে। আবার কখনও তাঁকে ভারোত্তোলন করতে দেখা গেছে। তাঁর শরীর ঘামে ভিজে গেলেও তাঁকে থামতে দেখা যায়নি। এই জন্যই এক সময় নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট করা ফটোর ক্যাপশনে লিখেছিলেন, “আমি থামতে রাজি নই”। সমালোচনা তথা ট্রোলে নিমজ্জিত উথালপাথাল জীবনেও যে অভিনেত্রী আবার ঘুরে দাঁড়াতে জানেন, এটা তিনি রীতিমতো প্রত্যেকদিন প্রমাণ করছেন।