Srabanti Chatterjee : এক হাতের ফাঁক দিয়ে একি কাণ্ড করলেন শ্রাবন্তী!
পূর্বে অভিনয়ের দৌলতে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

Srabanti Chatterjee : পূর্বে অভিনয়ের দৌলতে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। মিষ্টি হাসির মাধ্যমে বহু দর্শকের মন জয় করেছিলেন তিনি। বর্তমানে কিছু সিনেমায় অভিনয় করলেও আগের মতো তাঁকে আর সিনেমা জগতে সক্রিয় দেখা যায় না। আজকাল বেশিরভাগ সময়ই বিভিন্ন বিতর্কিত বিষয়ের জেরে তাঁর নাম খবরের শিরোনামে দেখতে পাওয়া যায়। তবে তিনি আবার ময়দানে ফেরার জন্য কোমর বাঁধছেন বলে জানা গেছে।
এইবারে শ্রাবন্তীর এমন একটি ভিডিও ভাইরাল হল যা রীতিমতো অবাক করে দিল নেটিজেনদের। বিগত বছরে অভিনেত্রীকে বেশ ওজন বাড়াতে দেখা গেছিল। সেই বৃদ্ধিপ্রাপ্ত ওজন নিয়ন্ত্রণে আনতেই ওয়ার্কআউট শুরু করেছিলেন তিনি। ওয়ার্কআউটের যাত্রা তিনি সাধারণ পথ ধরে শুরু করলেও, পরবর্তীকালে কঠোর ওয়ার্কআউট পদ্ধতি গ্রহণ করেন তিনি। ইতিমধ্যে তাঁকে বিভিন্ন রকমের কঠিন যোগাসনে ব্যস্ত থাকতে দেখা গেছে। এবার, একটি ভিডিওতে তাঁকে কঠোর এক্সারসাইজ করতে দেখা গেল।
আরও পড়ুন : গুনধর ছেলেকে নিয়ে মাঝরাতে থানায় ছুটলেন শ্রাবন্তী!
ভিডিওটিতে শ্রাবন্তী চ্যাটার্জিকে টেনিস বল নিয়ে ব্যালেন্স করতে দেখা গেল। ডান হাতটিকে নিচে রেখে হাতের উপর টেনিস বল রেখে, সেই টেনিস বলের অবস্থান পুরো অক্ষত রেখে, টেনিসের বলের চারিদিকে তাঁকে ৩৬০ ডিগ্রি প্রদক্ষিণ করতে দেখা গেল। এই ভিডিওটিতে শ্রাবন্তীকে নীল রঙের টি-শার্ট ও কালো-গোলাপি রঙের জেগিন্স পরে থাকতে দেখা যায়। তাঁকে মূলত মেকআপহীন মুখে পনিটেল স্টাইলে চুল বেঁধে জিমে অনুশীলন করতে দেখা যায়।
Srabanti Chatterjee Viral Video:
View this post on Instagram
ভিডিওটি শেয়ার করেছেন খোদ অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি ভিডিওটি শেয়ার করে নিজের ফিটনেস কোচ অরিজিৎকে (Arijit) ক্যাপশনে ধন্যবাদও জানান। একইসঙ্গে অরিজিৎ-এর মোবিলিটি চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে ফিটনেস প্রমাণ করার পরে এই চ্যালেঞ্জে তিনি আরও চার বন্ধুকে নমিনেট করেন।