×

Srabanti Chatterjee : নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী শ্রাবন্তী, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

টলিউড ফিল ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) এক জনপ্রিয় মুখ হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)।

Srabanti Chatterjee : টলিউড ফিল ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) এক জনপ্রিয় মুখ হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। একসময়ের একের পর এক হিট সিনেমায় নায়িকারূপে অভিনয় করেছেন তিনি। তাঁকে জিৎ (Jeet), দেব (Dev), হিরণ (Hiran), সোহমের (Soham) মতো নায়কদের বিপরীতে বিভিন্ন সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। একটা সময় ছিল, যখন অভিনয় ও মিষ্টি হাসির দৌলতে মন জয় করে নিতেন দর্শকদের।

এখানে পড়ুন :  এক হাতের ফাঁক দিয়ে একি কি করলেন শ্রাবন্তী!

Srabanti Chatterjee

১৯৯৭ সালে ছোট্ট বয়সে অভিনয় জগতে পা দেওয়ার পরে ২০০৩ সালে নায়িকারূপে আত্মপ্রকাশ করে জিৎ-এর বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ (Champion) সিনেমায়। এরপরে বছরে একাধিক সিনেমায় দেখা যেত তাঁকে। লকডাউনের সময় থেকে তাঁকে আর তেমন হিট সিনেমায় দেখা যায়নি। তবে ২০২৩ সালে মুক্তি পাওয়া শ্রাবন্তী অভিনীত ‘কাবেরীর অন্তর্ধান’ সিনেমা বেশ চর্চায় থাকতে দেখা গেল। ওজন বৃদ্ধির জন্যেও তাঁকে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়। তবে ময়দানে আবার পুরোনো শ্রাবন্তীকে ফিরে আনতে জিমমুখী হয়ে ট্রেনারের উপস্থিতিতে কঠোর কসরত করতে দেখা গেল অভিনেত্রীকে।

Srabanti Chatterjee

শ্রাবন্তী যুগের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রতিনিয়ত বিভিন্ন ধরণের ফটো ও ভিডিও পোস্ট করে থাকেন তিনি। উক্ত ফটো ও ভিডিওগুলো কখনও তাঁকে নেটিজেনদের প্রশংসায় ভরিয়ে দেয়, আবার কখনও কটাক্ষপূর্ণ মন্তব্যের শিকার করিয়ে দেয়।

Srabanti Chatterjee Instagram Video :

সম্প্রতি শ্রাবন্তীর ইনস্টাগ্রাম আইডি থেকে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে মাদকতা মাখা লাগিয়ে শ্রাবন্তী চ্যাটার্জিকে সোশ্যাল মিডিয়ায় কার্যত আগুন ধরিয়ে দিতে দেখা গেল। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় আশা ভোঁসলের ‘দো লাভজো কি হ্যা দিল কি কাহানি’ গান এবং এই গানের মাঝেই গোধূলি মাখা চাউনিতে ক্যামেরার সামনে ধরা দেন অভিনেত্রী। তাঁর পরণে দেখা যায় সরু ফিতেযুক্ত লাল রঙের ব্রালেট ও স্বচ্ছ নেটের ওড়না। ওড়নাটি খুবই ট্রান্সপ্যারেন্ট প্রকৃতির হওয়ায় স্পষ্টভাবে সবই দৃশ্যমান ছিল। ব্রালেটটি ডিপ নেক কাট বিশিষ্ট হওয়ায় তাঁর সুগভীর বক্ষ বিভাজিকা সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। শ্রাবন্তীর এই ভিডিও যে বহু পুরুষ অনুরাগীর ঘাম ঝরিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles