×

Srabanti Chatterjee : এবার প্রতারণার জালে শ্রাবন্তী, মাঝরাতে দিলেন দুঃসংবাদ

কিছুদিন আগেই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti Chatterjee) ফিটনেস চর্চা আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

srabanti Chatterjee :  কিছুদিন আগেই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti Chatterjee) ফিটনেস চর্চা আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ট্রেনারের পর্যবেক্ষণে জিমে করা তাঁর ফিটনেস ট্রেনিং-এর ভিডিও সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়ে গেছিল। তবে সম্প্রতি এই জিমই যেন কাল হয়ে দাঁড়াল তাঁর জীবনে। যৌথভাবে শুরু করা এক জিম ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পরে অসৎ কাজে যুক্ত থাকার তথা জিমের নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

Srabanti Chatterjee :

Srabanti Chatterjee

তিনি ২০২০ সালে নভেম্বর মাস নাগাদ সৌম্য, অভিষেক ও আনোয়ারের সঙ্গে ‘ফিটনেস এম্পায়ার’ নামক একটি জিম খুলেছিলেন মধ্যমগ্রামের স্টার মলে। জিমটির উদ্বোধনী অনুষ্ঠানের দিনে নিজে হাজির ছিলেন অভিনেত্রী ( Srabanti Chatterjee ) । এমনকি সোশ্যাল মিডিয়ায় জিমটির নিয়ে প্রচার করেছিলেন এবং একইসঙ্গে সবাইকে জিমে যাওয়ার অনুরোধ করেছিলেন তিনি।

আরও পড়ুন : গুনধর ছেলেকে নিয়ে মাঝরাতে থানায় ছুটলেন শ্রাবন্তী!

Srabanti Chatterjee

কিন্তু সমস্যা ঘটে যায়, যখন হোলি উৎসবের পরে জিমটি হঠাৎ বন্ধ হয়ে যায়। প্রথমে জিম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন জিম ট্রেনিরা। কিন্তু সব বিফলে যাওয়ায় তাঁরা অবশেষে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন। আর এরপরেই শুরু হয় বিতর্ক। উল্লেখ্য, জিমটিতে সদস্যপদ গ্রহণের জন্য প্রথমে একদফায় সাড়ে সাত হাজার টাকা দিতে হয়েছিল। এছাড়াও, পার্সোনাল ট্রেনারের ফি হিসাবে অতিরিক্ত ৪ হাজার টাকাও দিতে হয়েছিল জিমের সদস্যদের। এই মামলার পরিপ্রেক্ষিতেই এবার শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী।

Srabanti Chatterjee :

নিজ ফেবসুক পেজ থেকে শ্রাবন্তী হঠাৎ লেখেন, “আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সামনে এসেছে, সবকিছুই মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে অসৎ কাজে যুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। জানিয়ে রাখি, আমি কোনো প্রকারের অসৎ কাজের সঙ্গে যুক্ত নই। বরং আমি নিজেই আর্থিক প্রতারণার শিকার হয়েছি। আমাদের দেশের আইন ব্যবস্থার উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, সত্যি সামনে আসবেই। ধন্যবাদ”। এই পোস্টের পরে যদিও তাঁকে আরওই হাসির খোরাক হতে দেখা গেল। অনেকেই পাল্টা প্রশ্ন তুললেন, “আপনি কি লোকজনকে বোকা মনে করেন?”

Related Articles