×

পালিয়ে বিয়ে, তারপরেই ডোনাকে রেখে চলে যান বিদেশে! সৌরভ গাঙ্গুলির প্রেমকাহিনী হার মানাবে সিনেমাকেও

সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ও ডোনা গাঙ্গুলির (Dona Ganguly) জুটি। দুইজনের প্রেম ও বিবাহ হয়েছিল একদম সিনেমার কাহিনীর মতো।

সিনেমা বা ধারাবাহিকে ভালোবাসা জয়ী হওয়ার গল্প ও বিয়ের পিঁড়িতে পূর্ণতা পাওয়ার গল্প আমরা অনেক দেখে থাকি। কিন্তু বাস্তবে কোনো প্রেম পরিণতি পেতে খুব কমই দেখা যায়। সাধারণ মানুষ হোক বা তারকা, বহু মানুষেরই প্রেমকাহিনী অসম্পূর্ণ থাকতে দেখা যায়। খুব কম মানুষই আছেন, যাদের জীবনে প্রেম বসন্ত হয়ে এসে বিয়ের পিঁড়িতে পূর্ণতা পেয়েছে।

এমনই একটি জুটি হল ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ও ডোনা গাঙ্গুলির (Dona Ganguly) জুটি। দুইজনের প্রেম ও বিবাহ হয়েছিল একদম সিনেমার কাহিনীর মতো। জানা যায়, দুইজনে বাল্যকালেই একে অপরের প্রেমে পড়ে গেছিলেন। দুই জনের পরিবারের সম্পর্ক আগে ভালো থাকলেও, দুইজনের প্রেমের কারণেই দুই পরিবারের সম্পর্কে ফাটল ধরে। যদিও স্কুলের গেটে দাঁড়ানো, সরস্বতী পুজোয় ও দুর্গাপুজোয় একসঙ্গে ঘোরাফেরা, এই ধরণের সমস্ত রঙে রঙিন হয়েছিল তাঁদের প্রেম। তবে বয়স বৃদ্ধির সঙ্গে তাঁদের বাল্যকালের প্রেমের রং মিলিয়ে যায়নি, বরং আরও গাঢ় হয়েছিল।

দুইজনেই পালিয়ে বিয়ে করেছিলেন ১৯৯৬ সালে ১২ই আগস্ট তারিখে। তখন দুইজনে বিয়ে করে নিলেও বিয়ের কথা প্রথমদিকে সবাই জানতো না। এই অবস্থায় সৌরভ অজিদের বিরুদ্ধে ম্যাচ খেলে অজিদের পরাজিত করার জন্য শ্রীলঙ্কায় গেলে এদিকে বেঁধে যায় কাণ্ড।

কোনোক্রমে বিয়ের কথা জানাজানি হয়ে যায় ডোনার পরিবারে। বাড়ি ফেরার পরে তিনি ফোনে কথা বলেন এবং ফোন রেখে দেন। অনেক ঝক্কি ঝামেলার পরে অবশেষে দুইজনের আবার বিয়ে হয় ১৯৯৭ সালের ২৭ ফেব্রুয়ারি তারিখে। তবে, এইবারটা বেশ ধুমধাম করে হয়। ২০০১ সালের ৩রা নভেম্বর তারিখে কন্যা সন্তান হিসাবে জন্ম নেয় সানা গাঙ্গুলি। বিয়ের ২৫ বছর পরেও সৌরভ ও ডোনার ভালোবাসা এখনও অক্ষত। গাঙ্গুলি পরিবারের সদস্যরা এখনও একসঙ্গে একে অপরের পাশে রয়েছেন।

Related Articles