×

বিলাসিতায় টেক্কা দেবে আম্বানিকেও! সৌরভ গাঙ্গুলির বাড়ির অন্দরমহলের ছবি দেখলে চোখ উঠবে কপালে

ভারত ছাড়িয়ে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

ভারত ছাড়িয়ে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। একসময় একা হতে তিনি ভারতকে যে কত ম্যাচ জিতিয়েছে তা গুনে শেষ করা যাবে না। গোটা দেশের গর্ব সৌরভ গাঙ্গুলী। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তবে অবশ্যই নিলেও ক্রিকেট থেকে একেবারে সরে যাননি তিনি। প্রশাসক হিসেবে এখন তিনি রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আজকে প্রতিবেদনটি সৌরভ গাঙ্গুলী কেরিয়ার জীবন নয়, তাঁর প্রাসাদসম বাড়ি নিয়ে।

সৌরভ গাঙ্গুলীর জন্ম এবং বেড়ে ওঠা সবকিছুই কলকাতায়। ক্রিকেটার হিসাবে আকাশ ছোঁয়া সাফল্য পেয়েও তিনি নিজের শহর কলকাতা ও নিজের বাড়ি ছেড়ে যাননি। বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই তিনি প্রতিটা বসন্ত এখনো কাটাচ্ছেন পরিবারের সাথে। সৌরভ গাঙ্গুলীর কলকাতার বাড়ি মোটামুটি সবাই চিনলেও সেই বাড়িতে প্রবেশের ক্ষেত্রে রয়েছে করা বাধা। সেই বাড়িতে রয়েছে হাই সিকিউরিটি। অনেকেই স্বপ্ন দেখেন যে একবার সৌরভ গাঙ্গুলীর প্রাসাদ ঘুরে দেখবে। তাঁদের জন্য আজকের এই প্রতিবেদনে রয়েছে সৌরভ গাঙ্গুলীর প্রাসাদের অন্দরমহলের কিছু ছবি।

স্ত্রী ডোনা, কন্যা সানা এবং পরিবারের বাকি সদস্যদের নিয়ে বীরেন রায় রোডের বাড়িতে থাকেন ‘মহারাজ’। প্রায় সাড়ে ছয় দশক ধরে গাঙ্গুলী পরিবার থাকছে ওই বাড়িতে। সৌরভ গাঙ্গুলীর সুবিশাল প্রাসাদে রয়েছে বারান্দা, ভিন্টেজ ইন্টেরিয়র। সৌরভ গাঙ্গুলীর বাড়ির অন্দরমহল আপনি একবার দেখলেই সেই বাড়ির প্রেমে পড়তে বাধ্য। একবার এশিয়ান পেইন্টেসের ‘হোম ইজ হোয়্যার দ্য হার্ট ইজ’এ নিজের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলেন ‘কলকাতার মহারাজ’। সেই সময় সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, ওই বাড়িতে থাকাকালীনই ক্রিকেটের প্রেমে পড়েছিলেন তিনি। তাঁর বাবা নিয়মিত তাঁকে এবং তাঁর দাদা স্নেহাশিসকে প্র্যাকটিস করাতেন।

ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়কের কথায়, ‘আমি এখানে নিজের জীবনের ৪৪ বছর কাটিয়েছি। এই প্রবেশ করলেই একটা শান্তি অনুভব করতে পারি। গেট দিয়ে ঢুকে রাস্তা দিয়ে হেঁটে যখন নিজের ঘরে ঢুকি তখন একটা আরাম অনুভব হয়। আর সবচেয়ে জরুরি কথা হল, বাড়িতে যে মানুষগুলো থাকে তাঁদের দিয়েই একটা বিল্ডিং বাড়ি হয়ে ওঠে’। সুবিশাল লিভিং এরিয়া থেকে শুরু করে রাজকীয় ডাইনিং এরিয়া; সৌরভ গাঙ্গুলীর বাড়ির প্রতিটি কোনায় রয়েছে প্রাচীনতত্ত্ব থেকে শুরু করে আধুনিকতার ছোঁয়া। দাদা জানিয়েছেন, সারাদিনের সবথেকে বেশি সময় তিনি লিভিং এরিয়াতেই কাটান। সেখানেই রোজ সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে সংবাদপত্র চোখ বুলিয়ে নেন তিনি। এছাড়া তাঁর বাড়িতে তাঁর আরো একটি প্রিয় জায়গা হল তাঁর বাড়ির বাগান।

Related Articles