×

রাতারাতি ভোল বদলে ফেললেন ‘মিঠাই’! সৌমিতৃষার এমন লুকে কুপোকাত অনুরাগীরা

মিঠি হিসেবে সৌমিতৃষার পোশাক ও লুকের পরিবর্তন ঘটেছে।

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) পশ্চিমবঙ্গের এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিক গত দুই বছর আগে শুরু হ‌ওয়ার পর প্রথম থেকেই দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। ‘মিঠাই’ ধারাবাহিকের একটানা ৪৬ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রাখার রেকর্ড রয়েছে। তবে বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি অনেক কমে গিয়েছে, কোনোরকমে প্রথম দশে টিকে রয়েছে।

কিন্তু একনিষ্ঠ দর্শকদের মধ্যে ‘মিঠাই’ ধারাবাহিককে কেন্দ্র করে উন্মাদনা এখন‌ও বজায় আছে। ধারাবাহিকের সম্প্রচারের বদলে যাওয়ার পাশাপাশি গল্পেও ঘটে গিয়েছে বড়ো রদবদল। সকলের প্রিয় মিঠাই আদিত্য আগর‌ওয়ালের ষড়যন্ত্রে আগুনে পুড়ে মারা যায়। তবে তার কয়েক বছর পরে অদ্ভুতভাবে ছোট্ট শাক্যের শিক্ষিকা হিসেবে মোদক বাড়িতে আগমন ঘটে মিঠির, যাকে দেখতে অবিকল মিঠাইয়ের মতো।

মিঠাইয়ের পর নতুন এই চরিত্রেও সৌমিতৃষা কুন্ডুই (Soumitrisha Kundoo) অভিনয় করছেন। এতদিন মিঠাইয়ের চরিত্রে অভিনয় করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ ঘরোয়া লুকে তাঁকে দেখা যেত। মিঠি হিসেবে সৌমিতৃষার পোশাক ও লুকের পরিবর্তন ঘটেছে। নতুন চুলের স্টাইলেই তিনি এবারে দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন। তবে ধারাবাহিকের লুক ছাড়াও সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর কিছু ছবি সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছে।

কিছু সময় আগে সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় নিজস্ব অ্যাকাউন্টে এমন কয়েকটি ছবি-রিল ভিডিও পোস্ট করেছেন যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবিগুলিতে কালো রঙের প্যান্ট- স্লিভলেস ক্রপ টপ ও এক চমকদার জ্যাকেট পরে তিনি ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এই বোল্ড পোশাকের সঙ্গে যথাযথ কানের দুল-ঘড়ি পরে মানানসই মেক‌আপে তিনি ভক্তদের মুগ্ধ করে দিয়েছেন‌। এই সাজে সৌমিতৃষার প্রত্যেকটি হটনেসে ভরপুর ছবি ও রিল ভিডিওই নেটদুনিয়াতে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।

Related Articles