×

মান অভিমানের পর্ব মিটিয়ে ফের এক হলেন মিঠাই-সিড! ভাইরাল ভিডিও

জি বাংলার ধারাবাহিক 'মিঠাই' (Mithai) ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম।

জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক বরাবর ভালো ফলাফল করে এসেছে। ধারাবাহিকের কলাকুশলীরা প্রত্যেকেই পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও সমানভাবে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর বিপুল পরিমাণ ফ্যান-ফলোয়িং রয়েছে। পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের ভালোবাসার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও হামেশাই জোরদার আলোচনা চলতে থাকে।

ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘মিঠাই’ চরিত্রের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo) দর্শকমহলে ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী। এক‌ইভাবে ধারাবাহিকের আরেক কেন্দ্রীয় চরিত্র ‘সিদ্ধার্থ’-এর অভিনেতা আদৃত রায়‌ও (Adrit Roy) সঙ্গে সৌমিতৃষার নাম জড়িয়ে বিভিন্নরকম জল্পনা-কল্পনা আকছার চলতে থাকে। তবে গত বছর থেকে টলি পাড়ায় কান পাতলেই আদৃতের সঙ্গে উঠে আসে সহ-অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর নাম‌, তিনি ধারাবাহিকে সিডের পিসতুতো দিদি ‘নন্দা’-র চরিত্রে রয়েছেন।

আদৃতকে কেন্দ্র করে সৌমিতৃষা ও কৌশাম্বীর মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে এমন জল্পনা রয়েছে। পর্দায় রসায়ন জমজমাট থাকলেও বাস্তবে আদৃত ও সৌমিতৃষার মধ্যে নাকি ঠাণ্ডা লড়াই চলতে থাকে। আগে দুই তারকাকে প্রায়‌ই একসঙ্গে দেখা গেলেও এখন তাঁদের মধ্যে বেশ ভালোরকম দূরত্বের সৃষ্টি হয়েছে। তবে সম্প্রতি আবার‌ও সিড-মিঠাইকে একসঙ্গে দেখা গিয়েছে।

জি বাংলা ‘সোনার সংসার অ্যাওয়ার্ডস’-এর ফোটোশ্যুটের জন্য ক্যামেরার সামনে নিজেদের রসায়ন ফুটিয়ে তুলেছিলেন সৌমিতৃষা-আদৃত। সোনালী জরির পাড় দেওয়া হলুদ রঙের সিকোয়েন্স শাড়ি পরে খোলা চুলে ফুল গুঁজে সৌমিতৃষা ও হলুদ পাঞ্জাবি-সাদা পায়জামা পরে আদৃত পোজ দিয়েছেন। একসঙ্গে ছবি তুললেও তাঁরা পরস্পরের সঙ্গে সেইভাবে কোনো কথা না বলেই পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছেন।

Related Articles