আদৃতকে ছেড়ে দিব্যজ্যোতির প্রেমে হাবুডুবু খাচ্ছেন সৌমিতৃষা! মুহূর্তে ভাইরাল ছবি
অন্যদিকে, সৌমিতৃষাও নাকি অন্য এক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি দিব্যজ্যোতি দত্তের (Dibyojyoti Dutta) ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবি দেখে নেটিজেনদের এমন ধারণা হয়েছে।

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক বাংলা ছোটপর্দার এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। গত দুই বছর আগে অর্থাৎ ২০২১ সালের ৪ঠা জানুয়ারি এই ধারাবাহিক সম্প্রচারিত হওয়া শুরু হয়েছিল। সম্প্রচারিত হওয়ার প্রথম থেকেই এই ধারাবাহিক দর্শকমহলে ছাপ ফেলতে সক্ষম হয়েছে। এক সময়ে টিআরপি তালিকায় একটানা ৪৬ সপ্তাহ প্রথম স্থান দখল করে এই ধারাবাহিক রেকর্ড সৃষ্টি করেছিল।
তবে গত কয়েক মাস আগে ধারাবাহিকের জনপ্রিয়তায় ভাঁটা পড়তে থাকে। টিআরপি তালিকাতেও আশানুরূপ ফলাফল করতে না পারায় ‘মিঠাই’-এর সম্প্রচারের সময় পরিবর্তন করে দেওয়া হয়। কিন্তু নিয়মিত দর্শকদের কাছে এই ধারাবাহিকের প্রতি ভালোবাসা একই রয়েছে। এই ধারাবাহিকের জনপ্রিয়তার পাশাপাশি স্বাভাবিকভাবেই অভিনেতা-অভিনেত্রীরাও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
বিশেষত ‘মিঠাই’ চরিত্রের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo) ও ‘সিদ্ধার্থ’ চরিত্রের অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ছোট পর্দার দর্শকদের কাছে তুমুল ভালোবাসা লাভ করেছেন। পর্দার পাশাপাশি তাঁরা বাস্তবজীবন ও নেটদুনিয়াতেও সমানভাবে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে বহু ফ্যান পেজ রয়েছে। এক সময়ে তাঁরা প্রেম করছেন এমন কথাও শোনা যেত। তবে বর্তমানে ‘দিদিয়া’ ওরফে কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে রয়েছেন আদৃত এই বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে।
অন্যদিকে, সৌমিতৃষাও নাকি অন্য এক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি দিব্যজ্যোতি দত্তের (Dibyojyoti Dutta) ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবি দেখে নেটিজেনদের এমন ধারণা হয়েছে। বৃন্দাবনে ঘুরতে গিয়ে কপালে রসকলি কেটে এক ছবি পোস্ট করেন অভিনেতা। কয়েকদিন আগে বৃন্দাবনে গিয়ে সৌমিতৃষাও একইভাবে রসকলি কেটে ছবি পোস্ট করেছিলেন। দুই তারকার একই ধরণের ছবি তাঁদের সম্পর্কের ব্যাপারে অনুমান করা হচ্ছে। সৌযিতৃষা বা দিব্যোজ্যোতি এই বিষয়ে এখনও সরাসরি কিছু না জানালেও ভক্তরা ভীষণ খুশি হয়েছেন, নেটদুনিয়ায় তাঁদের নিয়ে একসঙ্গে হ্যাশট্যাগও চালু হয়ে গিয়েছে।