সকলের সামনে মিশকার পর্দাফাঁস করল সোনা, বাড়ি থেকে বের করে দেবে সূর্য! গল্পে নতুন মোড় ‘অনুরাগের ছোঁয়া’য়
বর্তমানে বাংলা টেলিভিশনে যতগুলো ধারাবাহিক রয়েছে সবগুলোকে ছাপিয়ে এক নম্বর পজিশন ধরে রেখেছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকটি।

বর্তমানে বাংলা টেলিভিশনে যতগুলো ধারাবাহিক রয়েছে সবগুলোকে ছাপিয়ে এক নম্বর পজিশন ধরে রেখেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। একের পর এক টুইস্টে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। গত এক সপ্তাহ ধরে চলল দার্জিলিং জমজমাট এপিসোড। সোমবার দার্জিলিং জমজমাট এপিসোড এর শেষ পর্ব দেখানো হয়েছে। সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে দার্জিলিং থেকে সুস্থ ভাবে কলকাতায় ফিরেছে গোটা সেনগুপ্ত পরিবার ও দীপা।
সোমবার এপিসোড শেষ হওয়ার পর আগামী এপিসোডে অর্থাৎ মঙ্গলবার দেখানো হবে তার এক ঝলক দেখানো হয়েছে। সেই দৃশ্য ইতিমধ্যে প্রকাশ্যে আসতেই আনন্দে উচ্ছ্বাসিত দর্শক মহল। মিশকার সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দেবে ছোট্ট সোনা। এমনটাই দেখানো হবে আগামী এপিসোড। যারা নিয়মিত এই ধারাবাহিকটি দেখেন তারা জানেন দার্জিলিঙে মিশকা ছোট্ট সোনাকে কিডন্যাপ করায় এবং পুরো দোষটা চাপিয়ে দেয় দীপার ওপর। যদিও শেষ পর্যন্ত সূর্য ও দীপা মিলে একসাথে সোনাকে উদ্ধার করতে সক্ষম হয়।
আগামী এপিসোডে দেখানো হবে যে সোনার উপর দিয়ে প্রচুর ঝড়ঝাপটা বয়ে যাওয়ায় কলকাতায় ফেরার পর সোনা অসুস্থ হয়ে পড়ে। সোনা বুঝতে পেরেছিল যে মিশকা তাকে কিডন্যাপ করিয়ে অনেক দূর পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সোনাকে কিডন্যাপ করে যে ঘরে বন্দি করে রেখেছিল সেই ঘরের দরজার ফটো দিয়ে সোনা মিশকার হাতের আংটি দেখে নেয়। কলকাতায় বাড়ি ফেরার পর হোলির দিন সোনা সেই কথা গোটা সেনগুপ্ত পরিবারকে জানিয়ে দেয়। সোনা সূর্যকে বলে যে, মিশকা আন্টি তাঁকে অনেক দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সে দরজার ফাঁক দিয়ে সব দেখেছে।
যদিও সোনার কথা মিশকা একেবারেই অস্বীকার করে। মিশকা বারবার বলতে থাকে যে সোনা হয়ত তার আংটির মতো অন্য কারোর আংটি দেখেছে। যদিও সূর্য এবং সেনগুপ্ত পরিবার মিশকার কথা বিশ্বাস করতে চাইনি। কারণ সূর্য জানে সোনা, মিশকাকে কে একেবারেই পছন্দ করেনা। মিশকাও বেশ কয়েকবার খারাপ ব্যবহার করেছে সোনার সাথে। সে কারণেই হয়তো মিশকা সোনাকে তার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল।
অন্যদিকে দীপা জানে যে দার্জিলিং থেকে ফেরার পরের দিন অর্থাৎ দোলের দিন সূর্য সোনাকে নিয়ে আমেরিকায় চলে যাবে। কিন্তু রুপা এসে দীপাকে বলে যে, তার হিংসুকুটি নাকি খুবই অসুস্থ। তাই ডাক্তার বাবু হিংসুকটিকে নিয়ে হসপিটালে গেছে। এই কথা শুনে দীপার চোখে মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। কি হবে আগামী এপিসোডে? মিশকার সব ষড়যন্ত্র বাইরে আসবে কিনা তা জানতে প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় চোখ রাখুন স্টার জলসার পর্দায়।