×

রূপে লক্ষ্মী গুনে সরস্বতী, সৌন্দর্যের নিরিখে নামি দামি নায়িকাদেরও হার মানাবে সোহমের স্ত্রী, রইল ছবি

অভিনেতা সোহম চক্রবর্তীর স্ত্রী অপরূপ সুন্দরী হওয়া সত্বেও কখনো লাইম লাইটে আসেননি তিনি। তিনি সর্বদা লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেছেন।

অভিনেতা অভিনেত্রীদের জীবনযাপন বরাবরই তাঁদের ভক্তদের কাছে আগ্রহের বিষয়। পছন্দের অভিনেতা অভিনেত্রীরা কোথায় যায়? কেমন ভাবে থাকে? তা জানার আগ্রহ কমবেশি তার সকল অনুরাগীদের মধ্যেই লক্ষ্য করা যায়। অনুরাগীরা সাধারণত ভেবে থাকেন হয়তো অভিনেতা-অভিনেত্রীরা একেবারে অন্যরকম জীবন যাপন করে থাকে, সাধারণ মানুষের সাথে হয়তো তাদের জীবন যাপনের কোনো মিল নেই। কিন্তু এই ভাবনা একেবারেই সঠিক নয়। সেলিব্রেটিরা আর পাঁচ জন মানুষের মতই জীবন যাপন করেন।

অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন সেলিব্রেটি তাঁর পরিবারের সকলকে লাইম
লাইটে নিয়ে আসে অথবা পরিবারের কেউ সেলিব্রেটি হওয়ার কারণে পরিবারের অন্যান্য সদস্যরাও লাইম লাইটে থাকে। তবে এই ঘটনার ব্যতিক্রম হয় না তা বলবো না। এরকমই ব্যতিক্রমী একজন তারকা রয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে। তিনি হলেন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। অভিনেতা সোহম চক্রবর্তীর স্ত্রী অপরূপ সুন্দরী হওয়া সত্বেও কখনো লাইম লাইটে আসেননি তিনি। তিনি সর্বদা লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেছেন।

পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) সিনেমা ‘শাখা-প্রশাখা’ (Shakha Proshakha) তে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন সোহম চক্রবর্তী। সেই সময় থেকে টলিউডের সোহম ‘মাস্টার বিট্টু’ নামে পরিচিত ছিল। এরপরে ‘ছোট বউ’ (Choto Bou) সিনেমায় অভিনয় করতে দেখা যায় খুদে সোহম চক্রবর্তীকে। সেই সিনেমার সোহমের একটি ডায়লগ, ‘মা একটু হরলিক্স দেবে? চেটে চেটে খাব!’ এই ডায়লগের কারণে শিশু শিল্পী হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন সোহম চক্রবর্তী। এরপর আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করতে দেখা যায় সোহমকে। নায়ক হিসেবে সোহম চক্রবর্তী আত্মপ্রকাশ ঘটে ‘প্রেম আমার’ সিনেমা দিয়ে। এরপর এক এক করে ‘অমানুষ’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘জামাই ৪২০’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’,’হানিমুন’ ইত্যাদি আরো অনেক সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে সোহম চক্রবর্তী টলিউডের একজন প্রতিষ্ঠিত নায়ক।

ব্যক্তিগত জীবনে সোহম অত্যন্ত দুঃখী এবং ঘরোয়া। প্রেমিকা তনয়া পাল (Tanaya Paul) কে বিয়ে করেন সোহম। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন। ২০০৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহম ও তনয়া। জীবনের কঠিন থেকে কঠিনতারা পরিস্থিতিতে স্ত্রী তনয়াকে সোহম সর্বদা তার পাশে পেয়েছে। তাই তনয়ার জায়গা সোহমের জীবনে একেবারে আলাদা।

সোশ্যাল মিডিয়া মাঝেমধ্যেই সোহম তার স্ত্রী তনয়ার সাথে ছবি আপলোড করে থাকেন। সোহমের স্ত্রী তনয়া অপূর্ব সুন্দরী। রূপে তিনি নায়িকাদের তুলনায় কোনো অংশে কম যায় না। সোহম ও তনয়ার জুটি সত্যিই ঈশ্বরের সৃষ্টি। অনুরাগীরা এই দুজনকে একসাথে দেখতে বরাবর পছন্দ করেন। যদিও লাইম লাইটে খুব একটা আসেন না তনয়া। জীবনের বিশেষ দিনগুলোতে সোহম সোশ্যাল মিডিয়ায় তনয়াকে নিয়ে আবেগপ্রবণ হয়ে কিছু কথা লেখেন। তাঁদের দেখে বোঝা যায় যে তাঁদের মধ্যে ভালোবাসার গভীরতা ঠিক কতটা।

Related Articles