শ্রেয়া ঘোষলের বাড়িতে নতুন অতিথির আগমন, খুশিতে আত্মহারা গোটা পরিবার
ভারতের জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), শ্রেয়া ঘোষাল তাঁর সুরেলা কন্ঠে জয় করে নিয়েছে সমগ্র ভারতবাসীর মন।

ভারতের জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। শ্রেয়া ঘোষাল তাঁর সুরেলা কন্ঠে জয় করে নিয়েছে সমগ্র ভারতবাসীর মন। তাঁর গলায় যেন স্বয়ং মা সরস্বতীর বাস। তাঁর গান শুনে বড় হয়েছে গোটা একটা প্রজন্ম। আগামী প্রজন্মও আশাবাদী তাঁর কাছে। ৮ থেকে ৮০ সকলেই সমানভাবে পছন্দ করে থাকে শ্রেয়া ঘোষালের গান। তাঁর সুরের এমনই জাদু যে তার গান এলে সেটা কেউ এড়িয়ে যেতে পারে না।
প্রায় বছর দুয়েক আগে ২০২১ সালের ২২শে মে মা হয়েছেন শ্রেয়া ঘোষাল। তাঁর আলো করে জন্ম নিয়েছে একটি পুত্র সন্তান। সন্তান জন্মের পর থেকে মায়ের সমস্ত দায়িত্ব পালন করেছেন তিনি। বিভিন্ন শোতেও গিয়েছেন তিনি ছেলেকে সাথে নিয়ে। ছেলেকে কোলে নিয়ে স্টেজে গান গাইছেন, এরকম ভিডিও এর আগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এছাড়াও ছেলের সাথে শ্রেয়া ঘোষালের কাটানো ছোটখাটো অনেক মুহূর্তই দেখেছে দেশবাসী। স্বামী-পুত্র নিয়ে একেবারে ভরা সংসার শ্রেয়া ঘোষালের। সম্প্রতি তাঁর পরিবারের আরো একজন নতুন সদস্য আসার কথা শোনার গিয়েছে।
জনপ্রিয় এই গায়িকার ছোট ভাই সৌম্যদীপ ঘোষাল সম্প্রতি বিয়ে করেছেন। পাত্রীর নাম রোশনি। বাঙালি রীতিনীতি মেনেই বিয়ে হয়েছে সৌম্যদীপ-রোশনির। সেই বিয়ের অনুষ্ঠানে একগুচ্ছ ছবি শ্রেয়া ঘোষাল নিজের ইন্সটাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। ছবিগুলি শেয়ার করে গায়িকা তার ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখন বিশ্বাসই করতে পারছি না আমার ভাই বিয়ে করে নিল। দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি পেয়েছে। দুটি রাজ্যের মিলন হল। ভাই খুশি থেকো’।
ছোট থেকে গানের প্রতি ভালোবাসা শ্রেয়া ঘোষালের। তাই ছোট থেকেই গানের চর্চা করেছেন তিনি। সেই সময় জি টিভির (Zee Tv) রিয়ালিটি শো ‘সারেগামাপা’ দিয়ে তিনি সবার নজর কাড়েন শ্রেয়া ঘোষাল। সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ ছবির গান গেয়েই তিনি বলিউডে (Bollywood) নিজের কেরিয়ার শুরু করেন। তবে শুধু হিন্দি সিনেমাতে নয়, বাংলাতেও প্রচুর গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল।