‘হু ইজ অরিজিৎ ম্যান’, কেকে বিতর্কের পর ফের নেটিজেনদের কটাক্ষের শিকার রূপঙ্কর বাগচী
একইসঙ্গে ভালোবাসার মোড়কে মোড়া একটি মন্তব্যও করেন অরিজিৎ-এর পোস্টে। তাঁর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই বাঁধল কাণ্ড।

সম্প্রতি গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) নিজের ডিপি পরিবর্তন করেন। ২০২১ সালের একটি পুরোনো ছবিকে তিনি ডিসপ্লে পিকচার হিসাবে সেট করেন। ছবিটিতে তাঁকে স্টেজে মাথা নত করে প্রণাম করতে দেখা যায়। এই ছবিতে ‘লাভ’ প্রতিক্রিয়া দেন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bangchi)। একইসঙ্গে ভালোবাসার মোড়কে মোড়া একটি মন্তব্যও করেন অরিজিৎ-এর পোস্টে। তাঁর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই বাঁধল কাণ্ড। ফিরে এলো কেকে-রূপঙ্কর বিতর্ক।
অরিজিৎ সিং-এর ডিপি পরিবর্তনের পোস্টে তিনি লেখেন, “ভালোবাসা নিও”। এরপরে ধেয়ে আসে নেটিজেনদের প্রতিক্রিয়া। গায়ক কেকে সংক্রান্ত ঘটনাটি যে তাঁরা এখনও ভুলে যাননি, প্রত্যেক প্রত্যুত্তরের মাধ্যমে বুঝিয়ে দিলেন নেটিজেনরা। কেউ তাঁর পুরোনো মন্তব্যের অনুরূপেই পাল্টা প্রশ্ন করলেন, “হু ইস অরিজিৎ ম্যান?” কেউ আবার ‘ভালোবাসা’ দিতে মানা করলেন। বললেন, “না, প্লিজ় ভালবাসা দেবেন না ওঁকে!” এক নেটিজেন অবশেষে প্রশ্ন করেই ফেললেন যে, রূপঙ্কর অরিজিৎ-এর নাম-যশ-খ্যাতি দেখে ঈর্ষান্বিত হয়ে ‘হীনমন্যতায়’ ভুগছেন না তো!
এই ইস্যুটিকে কেন্দ্র করে গায়ক রূপঙ্কর যদিও কোনো প্রকারের প্রতিক্রিয়া দিতে চাননি। সাংবাদিকরা তাঁকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি সরাসরি জানিয়ে দেন যে, তিনি এই ইস্যুতে বেশি মাথা ঘামাছেন না। বেশ আত্মবিশ্বাসের সুরেই তাঁর জবাব, “আমি একটাও শব্দ খরচ করব না। ইস্যুটিকে আমি সম্পূর্ণরূপে উপেক্ষা করার চেষ্টা করছি”।
উল্লেখ্য, বহুদিন আগে রূপঙ্কর বাগচী বলিউডের খ্যাতনামী গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করে সমস্যায় জড়িয়ে পড়েন। এর জন্য কার্যত কোণঠাসা হয়ে পড়তে হয়েছিল তাঁকে। মহানগরীতে অনুষ্ঠানের মাঝে কেকে-র মৃত্যুর পরে কেকে অনুরাগীদের আরওই চক্ষুশূলে পরিণত হন তিনি। এরপরে দীর্ঘদিন গা ঢাকা দেন রূপঙ্কর। কিন্তু, সম্প্রতি অরিজিৎ-এর পোস্টে মন্তব্য করার পরেই আবার ধেয়ে আসতে দেখা গেল কটাক্ষবাণে জর্জরিত নিন্দুকদের মন্তব্য।