×

সম্পত্তির দিক থেকে নামকরা বলিউড সেলিব্রিটিদেরও হার মানাবে অরিজিৎ সিং

অরিজিৎ সিং (Arijit Singh) ভারতবর্ষের প্রথম সারির অন্যতম জনপ্রিয় এক গায়ক।

অরিজিৎ সিং (Arijit Singh) ভারতবর্ষের প্রথম সারির অন্যতম জনপ্রিয় এক গায়ক। তবে খুব সহজে তিনি এই পরিচিতি লাভ করতে পারেননি। বহু বছরের কঠোর পরিশ্রমের ফল হিসেবেই তিনি বর্তমানে এই আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০০৫ সালে সোনি চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এ অরিজিৎ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তবে সেই প্রতিযোগিতায় তিনি জয়লাভ করতে পারেননি, মাঝপথেই বাদ পড়ে গিয়েছিলেন।

কেরিয়ার শুরু করার একাধিক কাজ করার পরেও সেইভাবে তিনি জনপ্রিয় হয়ে ওঠেননি। এরপরে হিন্দি সিনেমা ‘আশিকি টু’- এর মাধ্যমে তিনি প্রবলভাবে জনপ্রিয়তা লাভ করেন। নিজের কর্মজীবনে তিনি শ্রোতাদের সমানতালে একের পর এক দারুণ দারুণ গান উপহার দিয়েছেন। এই বিষয়টি সকলেরই জানা যে অরিজিৎ মূলত প্রেম ও দুঃখের আবেগধর্মী গান গেয়ে থাকেন।

অত্যন্ত বিখ্যাত ও প্রথম সারির গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরেও অরিজিৎ সিং ঠিক আগের মতোই সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেন। একথা বহু ভিডিও ও ছবিতে প্রমাণ হওয়ার পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেক অন্যান্য শিল্পীরা নিজের মুখে স্বীকার করেছেন। নিজের সুনিপুণ গায়কী ছাড়াও এইভাবে মাটির কাছাকাছি থাকার জন্য অরিজিৎ সিং এতটা জনপ্রিয়তা লাভ করেছেন বলে মনে করা হয়। তবে সাধারণ জীবনযাপন করলেও জনপ্রিয় গায়ক বিপুল পরিমাণ অর্থের মালিক।

ক্যানবি লাইফস্টাইলের ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী অরিজিৎ সিং আনুমানিক মোট ৭১.০৫ কোটি টাকার মালিক। তাঁর মাসিক আয় ৪-৬ কোটি টাকা। বর্তমানে তাঁর আয়ের হার বৃদ্ধিলাভ করে বার্ষিক ৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। জানা গিয়েছে, একটি গান রেকর্ডের পারিশ্রমিক বাবদ অরিজিৎ ২২-২৫ লাখ টাকা গ্রহণ করে থাকেন। তিনি খুব বেশি কনসার্ট অর্থাৎ লাইভ শো না করলেও যে কয়েকটি করেন, সেখাষ থেকেও তাঁর বিপুল পরিমাণ অর্থ উপার্জন হয়ে থাকে।

Related Articles