×

বিমানবন্দরে হঠাৎ স্ত্রীকে জড়িয়ে ধরে আদরে ভরালেন অরিজিৎ সিং, মুহূর্তে ভাইরাল ভিডিও

অরিজিৎ সিং (Arijit Singh) ভারতবর্ষের সঙ্গীতজগতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র।

অরিজিৎ সিং (Arijit Singh) ভারতবর্ষের সঙ্গীতজগতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ভারতের গন্ডি ছাড়িয়ে তাঁর কন্ঠস্বরের জাদু বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রোতাদের মুগ্ধ করেছে। তাঁর অসাধারণ গান গাওয়ার দক্ষতার পাশাপাশি তাঁর ব্যবহার‌ও সকলকে মুগ্ধ করে রেখেছে। এই বিষয়টি প্রায় সকলেরই জানা এত বিখ্যাত হয়েও অরিজিৎ ভীষণ মাটির কাছাকাছি রয়েছেন। তিনি আর পাঁচজন সাধারণ মানুষের মতোই সহজ-সরল ও সাধারণ জীবনযাপন করে থাকেন।

তাঁর সাধারণ জীবনযাত্রা, অমায়িক ব্যবহার ও সরলতা ভারতবাসীকে বাধ্য করেছে তাঁকে আরো বেশি করে ভালোবাসতে। অরিজিৎ সিং গত এক দশক ধরে তাঁর গানের মাধ্যমে দেশবাসীর মন জয় করে রেখেছেন। বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও, ধারাবাহিক অর্থাৎ যে কোনোভাবেই অরিজিতের গান থাকলেই তা জনপ্রিয়তা অর্জন করে থাকে। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তাঁর মধ্যে কোনোরকম তথাকথিত তারকাসুলভ আচরণ দেখা যায় না।

এই বিষয়টি সকলেরই জানা যে চলতি বছরের আইপিএল (IPL) অর্থাৎ ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ পারফর্ম করেছেন। খোলা আকাশের নীচে স্টেডিয়ামে দাঁড়িয়ে তাঁর গলায় একের পর এক গান সকলের‌ই মন কেড়ে নিয়েছে। এই অনুষ্ঠানের বিভিন্ন দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। তবে এছাড়াও, সম্প্রতি অরিজিতের ব্যক্তিগত জীবনের এক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সাধারণত অরিজিৎ নিজের ব্যক্তিগত জীবন প্রচারের আড়ালেই রাখেন। কিন্তু এবারে আমেদাবাদ বিমান বন্দরে স্ত্রী কোয়েল সিংয়ের (Koel Singh) সঙ্গে তাঁকে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে। বিমানবন্দরে নেমে বেরোনোর পথে রক্ষীদের মাঝখানে ছিলেন অরিজিৎ, কিছুটা সামনে হাঁটছিলেন কোয়েল। হঠাৎ করেই অরিজিৎ এগিয়ে প্রকাশ্যে স্ত্রীকে জড়িয়ে ধরেন। তাঁদের এই ভালোবাসার দৃশ্য ফ্যানপেজ থেকে পোস্ট করা হয়েছে ও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।

Related Articles