মিঠাইয়ের স্মৃতি ফেরাতে বড়সড় পদক্ষেপ নিল সিদ্ধার্থ, গল্পে আসছে নতুন ট্যুইস্ট
জি বাংলার (Zee Bangla) 'মিঠাই' (Mithai) ধারাবাহিকে এখন বজায় রয়েছে টানটান উত্তেজনা!

জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে এখন বজায় রয়েছে টানটান উত্তেজনা! এই জনপ্রিয় ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে আদিত্য আগরওয়ালের ষড়যন্ত্রের শিকার হয়ে মোদক বাড়ির চোখের মণি মিঠাই এক গোডাউনের ভেতর আগুনে পুড়ে মারা যায়। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে যায় সিড। কড়া শাসনে মা-হারা ছোট্ট শাক্যকে সে মানুষ করতে থাকে।
কয়েক বছর পর হঠাৎ করেই মনোহরায় শাক্যর দিদিমণি হিসেবে উপস্থিত হয় মিঠি, যাকে দেখতে অবিকল মিঠাইয়ের মতো। দর্শকদের অনেকেই প্রথমে ভেবেছিলেন মিঠিই আসলে মিঠাই। তবে তাদের ধারণা ভুল প্রমাণ করে ধারাবাহিকে ফিরে এসেছে মিঠাই। অগ্নিকাণ্ডে মিঠাই মারা যায়নি দেখে সকলেই অভিভূত হয়েছেন, তবে মিঠাইয়ের সমস্ত স্মৃতি লোপ পেয়েছে। নিজের ছোট মেয়ে মিষ্টিকে অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে অসহায়ভাবে তার দিন কাটছিল।
নানারকম ঘটনার পর অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে সিডের সঙ্গে মিঠাইয়ের দেখা হয়েছে, এমনকি নিজের মিঠাইরানীকে আবারও মনোহরায় ফিরিয়ে নিয়ে এসেছে সিড। তবে এখনও অবধি মিঠাইয়ের আগের কথা কিছুই মনে পড়েনি। মিঠাইয়ের এমন অবস্থা দেখে মোদক বাড়ির সকলেই চিন্তিত ও তার স্মৃতি ফেরানোর জন্য অনেক চেষ্টাই করা হচ্ছে। প্রিয় মিঠাইয়ের চিকিৎসার জন্য ইতিমধ্যেই এক মনোবিদের সাহায্য নেওয়া হয়েছে।
তবে কোনো কিছু মনে না পড়ায় মিঠাই বারেবারেই বলে চলেছে, “আমাকে দয়া করে নিজের বাড়ি যেতে দিন।” সিড বোঝানোর চেষ্টা করলেও মনোহরা ছেড়ে বেরিয়ে যেতে যায় মিঠাই। এমন সময়েই মিঠাইয়ের গোপাল ঠাকুরকে হাতে ধরে ‘নয়নে নয়নে রাখি তোমারে’ গাইতে গাইতে নীচে নেমে আসে সিড। সিডের গলায় এই গান শুনে থেমে যায় মিঠাই, মাথা ধরে সে আবারও মনে করার চেষ্টা করতে থাকে। অবশেষে কবে মিঠাইয়ের সবকিছু মনে পড়বে তা শুধুই অপেক্ষা!