×

মাত্র ১৪ বছর বয়সেই দুর্দান্ত গলা, অসাধারণ গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন ছোট্ট শ্রেয়া ঘোষাল, ভাইরাল ভিডিও

১৯৯৯ এ গানের জগতে প্রথম আত্মপ্রকাশ করেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ‘শ্রেয়া ঘোষাল’ (Shreya Ghosal।

১৯৯৯ এ গানের জগতে প্রথম আত্মপ্রকাশ করেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ‘শ্রেয়া ঘোষাল’ (Shreya Ghosal। একেবারে নিজের যোগ্যতায় ‘লতাকন্ঠি’ হওয়ার সুখ্যাতি অর্জন করেছেন এই গায়িকা। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ছোট্ট শহর থেকে উঠে আসা ছোট্ট শ্রেয়া অর্থাৎ বর্তমানে শ্রেয়া ঘোষাল হলেন গোটা ভারতের গর্ব। তবে শুধু ভারত নয়, ভারতের গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশেও সুখ্যাতি রয়েছে শ্রেয়ার। শুধু বাংলা বা হিন্দি নয়, এর বাইরেও আরো বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন তিনি।

মাত্র চার বছর বয়স থেকেই গান কে ধ্যান-জ্ঞান হিসেবে মনে করেছিলেন শ্রেয়া ঘোষাল। সেই থেকেই গানের জগতে তার পথ চলা শুরু। ২০০০ সালে ১৬ বছর বয়সে তিনি প্রথম সারেগামাপা তে অংশগ্রহণ করেন। সেই সময় নিজের প্রতিভা দিয়ে বিচারক মন্ডলীদের মুগ্ধ করেছিল শ্রেয়া ঘোষাল। সেই সময় তাঁর কণ্ঠে শোনা গিয়েছিল রাজস্থানী একটি ফোক গান। অতটুকু বয়সে শ্রেয়া কে ঐ গান গাইতে দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছিল বিচারক মন্ডলীরা। জন্মসূত্রে বাঙালি হলেও দীর্ঘদিন রাজস্থানী রাওয়াতভাতারেতে বড়ো হয়েছিলেন শ্রেয়া ঘোষাল।

২৩ বছর আগের শ্রেয়া ঘোষালের সারেগামাপা তে পারফরমেন্সের একটি ভিডিও সম্প্রীতি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে দেখা গিয়েছে। ভিডিওটি সারেগামাপা এর সেমিফাইনালের। ভিডিওটিতে দেখা যায় ওই সময় সারেগামাপা তে বিচারকের স্থানে উপস্থিত ছিলেন ঊসা খান্না, সাবির কুমারের মতো বড়-বড় সঙ্গীতশিল্পী। অত বড় বড় সংগীত শিল্পীদের সামনে ওইটুকু বয়সেই শ্রেয়া ঘোষাল অত্যন্ত কনফিডেন্সের সাথে ঊসা মঙ্গেশকরের গলায় গাওয়া রাজস্থানী ফোক নিখুঁতভাবে গেয়েছিলেন। শ্রেয়া ঘোষালের ওরকম অসামান্য পারফরম্যান্স দেখে তৎকালীন সঞ্চালক সোনু নিগম শ্রেয়ার কাছে জানতে চেয়েছিলেন ‘তোমার মাতৃভাষা বাংলা, তাহলে এত সুন্দর রাজস্থানী ভাষায় গান কিভাবে গাইছো’? এই প্রশ্নের উত্তরে শ্রেয়া ঘোষাল জানিয়েছিলেন, ভারতের সব ভাষাই তাঁর কাছে অত্যন্ত প্রিয়।

সেইবার সারেগামাপা এর বিজেতার মুকুট উঠেছিল শ্রেয়া ঘোষালের মাথায়। শেই থেকে তাঁর পথচলা শুরু। সেই দিনের সেই ছোট্ট শ্রেয়া আজকে গোটা ভারতবর্ষ এমনকি ভারতের গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশেও সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল হিসেবে পরিচিত। বিজেতা হবার পর শেয়ার উপর নজর পড়ে সঞ্জয় লীলা বনসালির। তিনি শ্রেয়াকে দিয়ে ‘দেবদাস’ ছবির একাধিক হিট গান বৈরি পিয়া, মোরে পিয়া, ডোলা রে মতো একাধিক কালজয়ী গান গায়িয়েছিলেন। এখন প্রায় দু দশক পেরিয়ে গেলেও শ্রেয়ার গলায় এই গানগুলির এখনো নতুনের মতই শোনায়। এত বছরে একাধিক ভাষায় প্রায় এক হাজারের বেশি গান রেকর্ড করেছেন শ্রেয়া ঘোষাল। বর্তমানে তিনি এখন প্রথম সারির গায়িকাদের মধ্যে একজন। গান প্রেমী মানুষদের কাছে শ্রেয়া অত্যন্ত ভালোবাসার।

Related Articles