×

বাবার যোগ্য উত্তরসূরি, আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করলেন যিশু কন্যা সারা সেনগুপ্ত

যীশু সেনগুপ্তকে (Jishu Sengupta) কে না চেনেন! বাংলা সহ পুরো দেশজুড়ে অসংখ্য দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছেন তিনি।

যীশু সেনগুপ্তকে (Jishu Sengupta) কে না চেনেন! বাংলা সহ পুরো দেশজুড়ে অসংখ্য দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছেন তিনি। বাংলা ভাষার গণ্ডি পার করে তিনি হিন্দি সিনেমা ও দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের অভিনয়ের নিদর্শন রেখেছেন। তাঁর অভিনয়ের হিসাব খাতায় বাংলা, হিন্দি, তেলেগু, তামিল মিলেমিশে সব একাকার হয়ে গেছে। এদিকে বাবা যেমন দেশজুড়ে খ্যাতি অর্জন করেছে, মেয়েও কিছু কম যায় না। আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেল যীশু কন্যা।

অভিনেতা যীশু সেনগুপ্তের আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত (Bishwarup Sengupta)। তিনি ১৯৭৭ সালের ১৫ই মার্চ তারিখে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে তিনি নীলাঞ্জনা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরে তাঁর পরিবারে দুই কন্যা সন্তান জন্মায়। একজনের নাম সারা (Sara) এবং অপর জনের নাম জারা (Zara)। এরমধ্যে সারা সম্প্রতি বাংলার তথা দেশের নাম উজ্জ্বল করলেন।

কিছুদিন আগে ইউরোপে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। সেই ফ্যাশন শোয়ের র‍্যাম্পেই সারা এক বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হয়ে হাঁটলেন। স্বয়ং সৃজিত মুখার্জি এই খবর শেয়ার করে সুনিশ্চিত করেছেন। উল্লেখ্য, অনেক ছোট বয়সেই সৃজিতের সিনেমায় ‘উমা’ হিসাবে অভিনয় করেছিলেন সারা।

সারার মডেল হওয়ার খবরে উচ্ছাসে ফেটে পড়ে ফেবসুকে সৃজিত লেখেন, “আমার ছোট্ট ‘উমা’ ক্রিস্টিয়ান ডিওর মডেল হিসেবে মনোনীত হয়েছে। বিশ্বের তাবড় তাবড় মডেল এই স্থান অর্জন করার চেষ্টায় থাকেন, আজ সেই জায়গায় রয়েছে আমাদের উমা”। হাঁটার সময়ে অবিশ্বাস্য আত্মবিশ্বাস ছিল তাঁর মধ্যে। পুরোটাই নিজের চেষ্টায় করেছে। আজ আমি গর্বিত, গর্বিত!!” এই প্রসঙ্গে মা নীলাঞ্জনা লেখেন, “সারার প্রশিক্ষণ সেই ‘উমা’ থেকেই হয়েছিল”।

Related Articles