×

হরিয়ানভি গানের তালে উদ্দাম নাচ ‘হটবম্ব’ স্বপ্না চৌধুরীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সপ্না চৌধুরীকে মাল্টি কালার লেহেঙ্গা ও নীল রঙের স্বচ্ছ ওড়না পরিহিত অবস্থায় ভোজপুরী গানে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে।

পেপি গান পছন্দ করেন কিন্তু সপ্না চৌধুরীর (Sapna Choudhary) নাম জানেন না, এমন মানুষ খোঁজা মুশকিল। পেপি গানের দৌলতে তিনি ভারত জুড়ে বহু মানুষের মনে স্থান অধিকার করে নিয়েছেন। তাঁর দৌলতেই ভারতে পেপি গান পুরো দেশ জুড়ে জনপ্রিয়তা পায়। বর্তমানে হরিয়ানার গান বিভিন্ন বিয়েবাড়ি বা পার্টিতে বাজানো হয়। সপ্না চৌধুরীর সৌন্দর্যে ঘুম উড়েছে বহু পুরুষের।

এই হরিয়ানভি নৃত্যশিল্পী ও গায়িকার চাহিদা বর্তমানে তুঙ্গে। তাঁর বয়স মাত্র ২৭ বছর। এই সময়ের মধ্যেই তিনি অনেক সংঘর্ষ করে নিজের দৌলতে পুরো দেশ জুড়ে খ্যাতি অর্জন করেছেন। তিনি একসময় শুধুমাত্র নাচের হাত ধরে জনপ্রিয়তার স্পর্শ পেয়েছিলেন। বর্তমানে গানের ও অভিনয়ের জগতেও সফলভাবে নিজের প্রতিভার বিস্তার ঘটাতে পেরেছেন। বহু মানুষ তাঁকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন। তাঁর প্রায় ৪.৮ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার্স রয়েছে।

নিজের ইনস্টাগ্রাম আইডিতে তিনি প্রতিনিয়ত নাচের ভিডিও আপলোড করে থাকেন। এছাড়াও, তিনি অ্যালবামও প্রকাশ করেন। সম্প্রতি তাঁর নাচের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যেতে দেখা গেল। ‘টি সিরিজ অফিসিয়াল হরিয়ানভি’ (T Series Official Haryanvi) আইডির তরফে সপ্না চৌধুরীর ইনস্টাগ্রাম আইডিকে ট্যাগ করে ‘লেহেঙ্গা মে বন্দুক তে’ (Lehenga Me Banduk Te) নামক একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

ভাইরাল ভিডিওটিতে সপ্না চৌধুরীকে মাল্টি কালার লেহেঙ্গা ও নীল রঙের স্বচ্ছ ওড়না পরিহিত অবস্থায় ভোজপুরী গানে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। ভিডিওতে স্বপ্নার বিপরীতে ফর্মাল স্টাইলের কালো স্যুট পরিহিত অবস্থায় দেখা যায় ‘আকাশ ক্ষত্রি’ (Askash Khatri) নামক এক অভিনেতাকে। ভিডিওটি দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে নেটিজেনদের। এটি ইতিমধ্যে হাজার হাজার মানুষ পছন্দ করে ফেলেছেন।

Related Articles