টাইট পোশাকে বলিউডের সুপারহিট গানে উদ্দাম নাচ সন্দীপ্তার, তুমুল ভাইরাল ভিডিও
বাংলা অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ সন্দ্বীপ্তা সেন (Sandipta Sen) বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করার পরে তিনি বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।

বাংলা অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ সন্দ্বীপ্তা সেন (Sandipta Sen) বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করার পরে তিনি বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। তিনি নিজের অভিনয় জীবনের যাত্রা শুরু করেন স্টার জলসা চ্যানেলের ‘দুর্গা’ ধারাবাহিকের হাত ধরে। জীবনের প্রথম ধারাবাহিকেই তিনি মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন।
অভিনয় জগতের বিভিন্ন ময়দানে তিনি অভিনয়ে দক্ষ। তবে অভিনয় করা ছাড়াও তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তাঁর নিজের একটি ইনস্টাগ্রাম আইডি আছে। সেই আইডি থেকে প্রায়শই ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। এই ভিডিওগুলোই নেটিজেনদের নজরে পড়লে মাঝে মধ্যে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।
সম্প্রতি এই জনপ্রিয় অভিনেত্রীর এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে অভিনেত্রী সন্দ্বীপ্তাকে খোলা চুলে একটি জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরে বলিউডের এক জনপ্রিয় গানে নাচতে দেখা যায়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় অক্ষয় কুমার (Akkhay Kumar) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ‘ম্যা খিলাড়ি তু আনাড়ি’ (Main Khiladi Tu Anari) সিনেমার ‘ম্যা খিলাড়ি তু আনাড়ি’ গান। অনু মালিকের গাওয়া এই গানে নাচ করেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী সন্দ্বীপ্তা।
ভিডিওটি মূলত একটি রিল ভিডিও (Reel Video)। ভিডিওটি পোস্ট করা হয়েছে সন্দ্বীপ্তা সেনের (Sandipta Sen) নিজস্ব ইনস্টাগ্রাম আইডি (Instagram Id) থেকে। ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। যেখানে কিছু মানুষ তাঁর নাচের প্রশংসা করেছেন। সেখানে কিছু মানুষ আবার কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন। কমেন্ট বক্সে এক ব্যক্তি প্রশংসা করে লেখেন, “দুর্দান্ত পারফরম্যান্স”। অপর এক ব্যক্তি আবার কটাক্ষের সুরে লেখেন, “তুমসে না হো পায়ে গা”। তাঁর সুরে সুর মিলিয়ে আরেক নেটিজেন লেখেন, “এনার দৌড় ওই বাংলা সিরিয়াল পর্যন্তই”। এক নেটিজেন তো আবার তাঁর পোশাকের চয়নেই প্রশ্ন তুললেন। ফলস্বরূপ, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ার জেরে বর্তমানে ভাইরাল এই ভিডিও। উল্লেখ্য, ভিডিওটি ইতিমধ্যে বহু মানুষ দেখে ফেলেছেন এবং ১২৭ হাজার মানুষ পছন্দ করেছেন.