শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে যৌবনের আগুন, সালমান খানের বৌদি জর্জিয়ার বোল্ড ফিগারে ঘায়েল নেটিজেনরা
জর্জিয়া ও আরবাজ প্রায় ৪ বছরের বেশি সময় ধরে পরস্পরের সাথে রিলেশনশিপে রয়েছেন।

বলিউডের ভাইজান হিসেবে পরিচিত অভিনেতা হলেন সালমান খান (Salman Khan)। আর অভিনেতার জীবন সম্পর্কে কারোরই অজানা নয়। তাঁর জীবনের বিভিন্ন সম্পর্ক থেকে শুরু করে অভিনয় কেরিয়ার সবেতেই ভীষণ আগ্রহ প্রত্যেকের। অভিনেতার একটি ভাই রয়েছে যার নাম আরবাজ খান। বলিউডের অনেক হিট জুটি রয়েছে আর তাঁদের মধ্যে একটি জুটি হলো আরবাজ খান ও মালাইকা আরোরার। যদি বলিউডের এই হিট জুটি পরস্পরের সাথে বেশিদিন টিকতে পারেনি। বিয়ের কিছু বছর বাদেই ফাটল ধরে তাঁদের সম্পর্কে।
View this post on Instagram
বর্তমানে ভাইজানের প্রাক্তন বৌদি অর্থাৎ অভিনেত্রী মালাইকা আরোরা তাঁর চেয়ে বয়সে ছোটো অভিনেতা তথা বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরের সাথে সম্পর্কে রয়েছেন। পাশাপাশি আরবাজ খানও সম্পর্কে জড়িয়েছেন জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সাথে। জর্জিয়া একজন বিখ্যাত ইতালিয়ান মডেল। এমনকি শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। অর্থাৎ সালমান খান এখনো অবধি বিয়ে না করলেও তাঁর ভাই দ্বিতীয়বার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।
View this post on Instagram
নেট দুনিয়ায় এই জল্পনা বেড়েছে আরবাজ ও জর্জিয়াকে বলিউডের বিভিন্ন পার্টিতে একসাথে দেখতে পেয়ে। গতবছর অভিনেত্রী শিল্পা শেট্টির দিওয়ালি পার্টিতেও একসাথে উপস্থিত হয়েছিলেন জর্জিয়া ও আরবাজ। সেখানে জর্জিয়া একটি লাল রঙের লেহেঙ্গা চোলি পরে সেখানে উপস্থিত হয়েছিলেন। জর্জিয়া দেখতে এতটাই সুন্দরী যে যে কেউই তাঁর প্রেমে হাবুডুবু খাবে। তিনি আর পাঁচজন বলি অভিনেত্রীদের চেয়ে কোনো অংশেই কম সুন্দরী নন। বরং তিনি সৌন্দর্যে মাত দিতে পারেন তাবড় তাবড় বলি অভিনেত্রীদের।
View this post on Instagram
জর্জিয়া অত্যন্ত ফিট ও সুন্দরী একজন মডেল। তাই তাঁর প্রেমে পরেন আরবাজ খান। জর্জিয়া মাঝে মাঝেই নিজের বিভিন্নরকম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। যা রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। কিছুদিন আগে তাঁকে দেখা গিয়েছিল বিকিনি ফটোশুট করতে। সেখানে তিনি একটি গোলাপি রঙের বিকিনি পরিহিত অবস্থায় ছিলেন। জানা গিয়েছে জর্জিয়া ও আরবাজ প্রায় ৪ বছরের বেশি সময় ধরে পরস্পরের সাথে রিলেশনশিপে রয়েছেন। এমনকি একটি সাক্ষাৎকারে আরবাজ নিজেই জানান যে এই রিলেশনশিপে তিনি অত্যন্ত খুশি।