×

বিয়ের দুই বছরের মধ্যেই সম্পর্কে ছেদ? নীলের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন তৃণা সাহা

তৃণা সাহা (Trina Saha) ও নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) বাংলা ইন্ডাস্ট্রির ছোটপর্দার বিখ্যাত এক তারকা দম্পতি‌।

তৃণা সাহা (Trina Saha) ও নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) বাংলা ইন্ডাস্ট্রির ছোটপর্দার বিখ্যাত এক তারকা দম্পতি‌। বর্তমানে নীল স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’-এ এক মুখ্য চরিত্রে অভিনয় করছেন। অপরদিকে, স্টার জলসার ‘বালিঝড়’ নামক আসন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্র ঝোরার ভূমিকায় ফিরে আসতে চলেছেন তৃণা, ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে তৈরি এই ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

নীল ও তৃণা পর্দায় কখন‌ও একসঙ্গে কাজ না করলেও নেটদুনিয়ায় তাঁরা হামেশাই নিজেদের বিভিন্ন ভিডিও ও ছবি পোস্ট করেন। পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই জুটি সমানভাবে জনপ্রিয়। তাঁদের রসায়ন সকলের ভীষণ পছন্দ, নেটদুনিয়ায় তাঁরা পরিচিত ‘তৃনীল’ নামে। আগামী ৪ ফেব্রুয়ারি নীল-তৃণার দ্বিতীয় বিবাহবার্ষিকী। দীর্ঘ ১০ বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০২১ সালে এই দিনেই নতুন জীবন শুরু করেন তাঁরা।

বিয়ের দুই বছর পূর্তির আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে যেতে চলেছে এমন খবর টলিপাড়ায় তোলপাড় পড়ে গিয়েছে। আসলে গত কয়েকদিন আগে অভিনেত্রীর জন্মদিনে নীল তেমন কোনো পোস্ট করেনি, আর সেই থেকেই ‘তৃনীল’ জুটি ভেঙে যেতে চলেছে এমন কথা শোনা যাচ্ছে। তবে এই খবরের যে কোনো সত্যতা নেই তা এই তারকা দম্পতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

নীল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সোশ্যালেও আমি ওর জন্মদিনে ছবি পোস্ট করেছি, তবে সেটা আগের ছবি, তাই হয়ত কারোর চোখে পড়েনি। সবসময় সবকিছু তো পাবলিক করা যায় না। আর তৃণার শরীরটাও খুব একটা ভালো ছিল না, ও একটু ডায়েট বেশিই করে তো, তাই লো প্রেশার হয়ে গিয়েছিল।” অন্যদিকে, তৃণার কথায়, “আজকাল জীবনটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছে। ফেসবুক-ইনস্টাতে হাসিমুখে পোজ দিয়ে ছবি দিলেই বোঝা যাবে সম্পর্ক আছে, নয়তো গণ্ডগোল হয়েছে। আগে এসব নিয়ে ভাবতাম। এখন আর পাত্তা দিই না। শুধু বলতে চাই আমি আর নীল ভালো আছি।”

Related Articles