×

ব্লাউজহীন দুধ সাদা শাড়িতে নেটিজেনদের ঘাম ঝরালেন বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

নব্বইয়ের দশকের টলিউডের অন্যতম সুন্দরী ও রূপসী নায়িকাদের মধ্যে একজন হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

নব্বইয়ের দশকের টলিউডের অন্যতম সুন্দরী ও রূপসী নায়িকাদের মধ্যে একজন হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নব্বইয়ের দশকের দর্শকদের কাছে তিনি ছিলেন তাঁদের ‘হার্টথ্রব’। তবে তিন দশক আগের অভিনেত্রী হলেও নিজের রূপের জেল্লায় আজও তিনি ঘায়েল করেন বর্তমান প্রজন্মকে। গত কয়েক দশকে একের পর এক একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। টলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এক সময় টলিউডের নামজাদা অভিনেত্রী হিসেবে একাই রাজ করতেন তিনি। তবে বর্তমানে বড় পর্দায় তাঁর আনাগোনা কমলেও এটুকুও ভাটা পরেনি তাঁর জনপ্রিয়তায়।

অভিনেত্রীর বয়স পঞ্চাশের দ্বারগড়ায় এসে ঠেকলেও এখনো আগের মতোই বোল্ড লুকে তিনি ধরা দেন সকলের মাঝে। বয়স বাড়ার সাথে সাথে দুই সন্তানের জননী হয়েও অভিনেত্রীর শরীরে পরেনি একটুও বয়সের ছাপ। আর মনের দিক থেকে তো তিনি রয়েছেনই এখনো অষ্টাদশী তন্বী। তাই বড় পর্দায় অভিনেত্রীর দেখা না মিললেও মাঝে মাঝে তিনি ধরা দেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। আর ওয়েস্টার্ন ও সাবেকি লুকে মাঝে মাঝেই তিনি ঝড় তোলেন তাঁর অনুরাগীদের মনে। অভিনেত্রী যে সব লুকেই পুরো সাবলীল সেটা তাঁর চোখেমুখেই স্পষ্ট।

একে গোটা রাজ্যজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সূর্যের প্রখর তেজ। আর তার ওপর এই গ্রীষ্মের শুরুতে সামাজিক মাধ্যমের আরো কয়েক ডিগ্রি উত্তাপ বাড়িয়ে দিলেন অভিনেত্রী। আর বরাবরের মতোই তাঁর হট লুকে ঘায়েল হলেন তাঁর অগণিত পুরুষ অনুরাগীদের দল। সম্প্রতি একটি নতুন সাবেকি লুকে করা অভিনেত্রীর একটি ফটোশুট তুমুল ভাইরাল হয়েছে গোটা নেট দুনিয়ায়। যা অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন‌। যেখানে অভিনেত্রীর পরনে রয়েছে একটি সোনালী পাড় বসানো দুধ সাদা রঙের তাঁতের শাড়ি। তবে তাঁর শরীরে নেই কোনোরকম ব্লাউজ।

কাঁধ থেকে হাত অবধি উন্মুক্ত রয়েছে অভিনেত্রীর। পাশাপাশি গলায় রয়েছে একটি ডিজাইনড নেকলেস, কপালে লাল টিপ, মুখে নিউড মেকআপ ও ঠোঁটে নিউড লিপস্টিক। আর এই সাজেই এবার লেন্সবন্দি হয়েছেন তিনি। আর অভিনেত্রী এই ছবিটি সামাজিক মাধ্যমের পর্দায় আপলোড করতেই তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে গোটা নেট দুনিয়ার পাতায়। কেউ কেউ ছবিটিকে লাইক করে কমেন্টে লিখেছেন ‘আপনি সুন্দরী’। আবার কেউ কেউ অভিনেত্রীকে তকমা দিয়েছেন মহানায়িকার।

Related Articles