Rituparna Sengupta: শুটিংয়ের ফাঁকে সোফায় বসে একি করলেন ঋতুপর্ণা!
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) এই জনপ্রিয় অভিনেত্রীকে কে না চেনেন।

Rituparna Sengupta : নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) এই জনপ্রিয় অভিনেত্রীকে কে না চেনেন। বাংলা সিনেমা জগতের হার্টথ্রব হিসাবে পরিচিত ছিলেন এই অভিনেত্রী। তিনি নব্বই দশকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। বয়স তাঁর পঞ্চাশ হলেও এখনও তাঁর মধ্যে সৌন্দর্যের ও গ্ল্যামারের অভাব নেই।
Rituparna Sengupta :
View this post on Instagram
একসময়ে চুটিয়ে অভিনয় করেছেন বাংলা সিনেমা জগতের বিভিন্ন সিনেমায়। তাঁকে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়াও বাংলাদেশী সিনেমা ও হিন্দি সিনেমাতেও অভিনয় প্রদর্শন করতে দেখা গেছে। বাণিজ্যিক ও শৈল্পিক উভয়ের প্রকৃতির সিনেমাতেই তিনি সুদক্ষ অভিনয়ের ছাপ ছেড়েছেন। উল্লেখ্য, এই অভিনেত্রী অভিনয় জগৎ ছাড়াও লেখালেখির কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তাঁকে ব্যস্ত থাকতে দেখা যায়।
Rituparna Sengupta :
যুগের সঙ্গে তাল মিলিয়ে সাম্প্রতিক অভিনেত্রীদের মতো তাঁকেও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। তিনি ইনস্টাগ্রাম অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন। সেই অ্যাকাউন্টে তিনি বেশ সক্রিয় থাকেন। প্রায়শই বিভিন্ন রকমের ফটো বা ভিডিও পোস্ট করে থাকেন। সম্প্রতি তিনি নিজের একটি ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে। সেই ভিডিও দেখেই হুঁশ উড়ল বহু অনুরাগীদের।
এখানে দেখুন : দুধসাদা গাউনের ফাঁকে উন্মুক্ত চকচকে ফর্সা থাই, হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ঋতুপর্ণা
ভিডিওর ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, “শুটিংয়ের ফাঁকে”। ভিডিওটিতে অভিনেত্রী ঋতুপর্ণাকে ( Rituparna Sengupta) ডার্ক চকোলেট রঙের শাড়ি, রুপোলি রঙের স্লিভলেস ব্লাউজ ও কোমরে রুপোলি রঙের কাপড়ের তৈরি কোমর বন্ধ পরিহিত অবস্থায় জনপ্রিয় হিন্দি গানে বিভিন্ন রকমের পোজ দিতে ব্যস্ত থাকতে দেখা হয়। ভিডিওতে তাঁর মাথার চুল উঁচু করে টাইট করে বাঁধা ছিল, কানে ছিল স্টোন স্টাডেড কানের দুল।
Rituparna Sengupta Instragram Video :
View this post on Instagram
ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘লেকে পহেলা পহেলা পেয়ার’ (Leke Pehla Pehla Pyar) গান এবং এই গানেতে ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, মুখে হালকা মেকআপ ও চোখে কাজল পরিহিত অবস্থায় ঋতুপর্ণাকে প্রজাপতির মতো একবার ডানদিক, একবার বাঁ দিকে ঘুরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা গেল। ভিডিওটি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। অনুরাগীরা পোস্টের কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।