×

Rituparna Sengupta : ব্লাউজ ছাড়াই দুধ সাদা শাড়িতে ঋতুপর্ণা! অভিনেত্রীর হটনেসে কুপোকাত নেটিজেনরা

টলিউড সিনেমা ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) বাইরে তিনি বলিউড ও বাংলাদেশী সিনেমা জগতেও নিজের অভিনয়ের ছাপ ছেড়েছেন।

Rituparna Sengupta : নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee) ও তাপস পাল (Tapas Pal)-এর সঙ্গে চুটিয়ে বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি। টলিউড সিনেমা ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) বাইরে তিনি বলিউড ও বাংলাদেশী সিনেমা জগতেও নিজের অভিনয়ের ছাপ ছেড়েছেন। শৈল্পিক ও বাণিজ্যিক উভয় প্রকার সিনেমাতেই তিনি অভিনয়ের দক্ষতা প্রদর্শন করেছেন।

Rituparna Sengupta :

Rituparna Sengupta

বর্তমানে পর্দায় তাঁর আনাগোনা কমেছে, তবে জনপ্রিয়তা একটুও প্রভাবিত হয়নি। হাফ সেঞ্চুরি ছুঁইছুঁই এই অভিনেত্রী দুই সন্তানের জননী। এরপরেও তাঁর সৌন্দর্য ও গ্ল্যামার অক্ষুণ্ন। বর্তমান যুগের না হলেও তিনি উঠতি অভিনেত্রীদের মতোই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ইনস্টাগ্রাম আইডি বানিয়ে নানান অবতারে অনুরাগীদের কাছে ধরা দেন তিনি। কখনও সাবেকি লুকে, আবার কখনও মডার্ন ওয়েস্টার্ন অবতারে সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রকাশ্যে আসতে দেখা যায়।

Rituparna Sengupta :

Rituparna Sengupta

সম্প্রতি ঋতুপর্ণা নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে একটি ফটো পোস্ট করেছেন। সেই ফটো প্রকাশ্যে আসার পরই গ্রীষ্মের দাবদাহের মাঝে সোশ্যাল মিডিয়াতেও উষ্ণতা ছড়িয়ে পড়তে দেখা গেল। এই ফটোতে সাবেকি লুকে ধরা দিলেন ঋতুপর্ণা। উক্ত ফটোতে সোনালি পাড়যুক্ত দুধ সাদা রঙ বিশিষ্ট শাড়ি পরে বিনা ব্লাউজে অভিনেত্রীকে দেখতে পাওয়া যায়।

এখানে পড়ুন : শুটিংয়ের ফাঁকে সোফায় বসে একি করলেন ঋতুপর্ণা!

ফটোতে তাঁর শরীরে কোনো ব্লাউজ দেখতে পাওয়া যায়নি, ফলস্বরূপ স্কন্ধ উন্মুক্ত থাকতে দেখা যায়। এক কাঁধ উন্মুক্ত থাকা অবস্থায় বাঁ কাঁধের উপরে সাদা রঙের শাড়ি পেতে থাকতে দেখা যায়। শাড়ির সঙ্গে মানানসই গয়না, ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক, মুখমণ্ডলে ন্যুড মেকআপ, কপাল জুড়ে থাকা একটি বড়ো আকারের লাল রঙের টিপ পরিহিত অবস্থায় ফটোর মধ্যে এক আলাদাই পরিবেশ তৈরি করেন অভিনেত্রী ঋতুপর্ণা।

Rituparna Sengupta Instragram Photo :

এই ফটো দেখে ফটোর কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ঋতুপর্ণা অনুরাগীরা। এক নেটিজেন লিখেছেন, “বাংলার সর্বকালের মহানায়িকা আপনি”। অপর এক নেটিজেন মন্তব্য করেছেন, “আপনি সত্যিই সুন্দরী। আপনি চিরহরিৎ”।

Related Articles