×

Rituparna Sengupta : রাত্রিবেলা বেডরুম থেকে এমন ভিডিও শেয়ার করলেন ঋতুপর্ণা!

নব্বই দশকের 'হার্টথ্রোব' নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) আজও খবরের শিরোনামে থাকেন।

Rituparna Sengupta: নব্বই দশকের ‘হার্টথ্রোব’ নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) আজও খবরের শিরোনামে থাকেন। আজও তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলে উঠতি অভিনেত্রীদের গ্ল্যামারকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। তাপস পাল (Tapas Pal), প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee)-এর মত একাধিক প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। নব্বই দশকে একের পর এক হিট সিনেমা উপহারস্বরূপ তিনি দর্শকদের দিয়েছেন।

Rituparna Sengupta :

Rituparna Sengupta

নব্বই দশকের এই অভিনেত্রী টেকনোলজি ব্যবহারের দিক থেকেও পিছিয়ে নেই। উঠতি অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট বানিয়েছেন। সেই অ্যাকাউন্ট থেকে তিনি নিয়মিত ফটো ও ভিডিও পোস্ট করতে থাকেন। সম্প্রতি ঋতুপর্ণার ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট হওয়া একটি ফটোই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিল।

Rituparna Sengupta :

Rituparna Sengupta

এখানে পড়ুন : ব্লাউজ ছাড়াই দুধ সাদা শাড়িতে ঋতুপর্ণা! অভিনেত্রীর হটনেসে কুপোকাত নেটিজেনরা

ভিডিওটিতে ঋতুপর্ণাকে কালো রঙের ঝলমলে স্লিভলেস ডিপনেক ব্লাউজ ও দুধসাদা রঙের ফিনফিনে সিল্কের শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। ব্লাউজের নেক লাইন বেশ গভীর প্রকৃতির হওয়ায় তাঁর বক্ষ বিভাজিকা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এদিকে শাড়ির ফাঁকে দেখতে পাওয়া দেখা যায় অভিনেত্রীর উন্মুক্ত নাভিস্থলও। পরিপাটি করে চুল বেঁধে, ন্যুড মেকআপ ও ন্যুড শেডের লিপস্টিকে বদ্ধ রুমের মধ্যে তাঁকে যেন প্রজাপতির মতো উড়তে দেখা গেল।

Rituparna Sengupta Instragram Video :

ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘জিয়া লাগে না তুম বিন মোরা জিয়া লাগে না’ (Jiya Lage Na Tum Bin Mora Jiya Lage Na) গান। এই গানেতে চঞ্চল প্রজাপতির মতো আঁচল উড়িয়ে বন্ধ রুমের মধ্যে এদিক থেকে ওদিক ঘুরে বেড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা। অভিনেত্রীকে এই অবতারে দেখে বেশ খুশি হয়েছেন অনুরাগীরা। পোস্টটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বহু নেটিজেন। পোস্ট হওয়ার মাত্র একদিনের মাথাতেই এই পোস্টের লাইকের সংখ্যা হাজার অতিক্রম করে ফেলেছে।

Related Articles