Rituparna Sengupta : সবুজ পোশাকে ফাঁকে উন্মুক্ত যৌবন, পুরুষ ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত
বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অভিনয় জগতে তাঁর অভিষেক হয়েছিল 'শ্বেত পাথরের থালা' সিনেমার বন্দনার পুত্রবধূ তিতলির ভূমিকায় অভিনয় করার মাধ্যমে।

- Rituparna Sengupta : বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অভিনয় জগতে তাঁর অভিষেক হয়েছিল ‘শ্বেত পাথরের থালা’ সিনেমার বন্দনার পুত্রবধূ তিতলির ভূমিকায় অভিনয় করার মাধ্যমে। চরিত্রটি ছোট হলেও তাঁর অভিনয় সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। দেবশ্রী ও প্রসেনজিৎ-এর মধ্যে ডিভোর্স ঘটলে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন জুটি রূপে দেখতে পাওয়া যায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে। এরপরে দর্শকরা মেইনস্ট্রিম সিনেমার নতুন যুগের সাক্ষী হওয়ার সুযোগ পান। মুক্তি পায় ‘সুজন সুখী’, ‘মনের মানুষ’, ‘মিস মৈত্রেয়ী’, ‘বাবা কেন চাকর’ সিনেমা।
Rituparna Sengupta :
তিনি শুধুমাত্র বাণিজ্যিক সিনেমাতেই অভিনয় করেননি, শৈল্পিক সিনেমাতেও অভিনয় করেছেন। সুচিত্রা ভট্টাচার্যের রচনায় তৈরি ‘দহন’ সিনেমায় তাঁর অভিনয় ছিল অবাক করার মতো। ‘বাবা কেন চাকর’ ও ‘দহন’ এই দুই সিনেমায় নিজের অভিনয় প্রদর্শনে আকাশ-পাতাল তফাৎ সৃষ্টি করেছিলেন তিনি। যা দেখে দর্শকদের মুগ্ধ হয়ে গেছিলেন।
এখানে পড়ুন : রাত্রিবেলা বেডরুম থেকে এমন ভিডিও শেয়ার করলেন ঋতুপর্ণা!
Rituparna Sengupta :
বর্তমানে ঋতুপর্ণার বয়স প্রায় ৫১ বছর। কিন্তু তাঁর গ্ল্যামারকে এখনও বহু উঠতি অভিনেত্রীই টেক্কা দিতে পারবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে অভিনেত্রী ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করেছেন। সেই অ্যাকাউন্ট থেকে তিনি ভিন্ন ভিন্ন সময়ে ফটো ও ভিডিও পোস্ট করতে থাকেন। সম্প্রতি তাঁরই পোস্ট করা এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠতে দেখা গেল।
Rituparna Sengupta Instragram Photo :
View this post on Instagram
ফটোটিতে তাঁকে হালকা সবুজ রঙের ওয়ানপিস পরে বসে থাকতে দেখা যায়। ফটোতে তিনি পা দুলিয়ে বসেছিলেন না। বসার ভঙ্গিমা একটু অন্য রকমের ছিল। পোশাকটি সল্পদৈর্ঘ্যের হওয়ায় তাঁর দুটি পা ছিল উন্মুক্ত। সেই উন্মুক্ত দুই পায়ের হাঁটুদুটিকে মুড়ে বসেছিলেন তিনি। চোখে কাজল ও উইংযুক্ত আইলাইনার, কানের জাঙ্ক জুয়েলারিতে তাঁকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এই ফটোতে লাইকের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।