Prosenjit-Debashree: এতদিন পর সামনে এলো প্রসেনজিৎ-দেবশ্রীর বিচ্ছেদের আসল কারণ
প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেবশ্রী রায় একের অপরের শুধুমাত্র সহ-অভিনেতাই ছিলেন না, ছিলেন একের অপরের 'বেটার হাফ'ও

অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও অভিনেত্রী দেবশ্রী রায়ের নাম জানেন না, এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া মুশকিল। একসময়ে দুইজনে চুটিয়ে অভিনয় করেছেন বাংলা সিনেমায়। ‘ইন্ডাস্ট্রি’ ও ‘কলকাতার রসগোল্লা’ ব্লকবাস্টার সিনেমা দেওয়ার মাধ্যমে এখনও দর্শকদের মনে স্থান অধিকার করে রয়েছেন। দেবশ্রী রায়কে (Debashree Roy) বর্তমানে সিনেমা জগতে তেমন একটা দেখা যায় না। তবে প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee) সিনেমার গল্প চয়নের প্রকৃতি পাল্টে এখনও ইন্ডাস্ট্রিতে রয়েছেন।
প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেবশ্রী রায় একের অপরের শুধুমাত্র সহ-অভিনেতাই ছিলেন না, ছিলেন একের অপরের ‘বেটার হাফ’ও। দুইজনে ১৯৯৪ সালে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেমে উন্নীত হওয়ার পরে তা বিয়ের রূপ নিলে দুইজনে সুখের সংসার করতে শুরু করেন। কিন্তু সেই সুখ আর বেশিদিন টেকেনি।
‘উনিশে এপ্রিল’ সিনেমায় দেবশ্রী রায়, অপর্ণা রায় (Aparna Roy) ও প্রসেনজিৎ চ্যাটার্জি তিনজনে অভিনয় করলেও ‘সেরা অভিনেতা’-এর অ্যাওয়ার্ড পান দেবশ্রী রায়। দাবি করা হয়, হিংসাজনিত কারণে তখন থেকেই দুইজনের সম্পর্কে চিড় ধরে। একইসঙ্গে এও দাবি করা হয় যে, প্রসেনজিৎ দেবশ্রীকে বিবাহের পরে অভিনয় জগৎ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন, কিন্তু তিনি তা না করায় দুইজনের মধ্যকার সম্পর্কের তিক্ততা আরও বেড়ে যায়। অপরদিকে, ক্রিকেটার সন্দীপ পাটিলের সঙ্গে দেবশ্রীর নাম জড়ানোর খবর পাওয়া যায়। অবশেষে, দুইজনের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের রূপ নেয়।
এরপরে প্রসেনজিৎ ১৯৯৭ সালে অপর্ণা গুহ ঠাকুরতার (Aparna Guha Thakurata) সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে সেই বিয়েও বেশিদিন টেকেনি। ২০০২ সালে বিচ্ছেদের পরে তিনি আবার অর্পিতা চ্যাটার্জিকে (Arpita Chatterjee) বিয়ে করেন ও সংসার শুরু করেন।
প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেবশ্রী রায়ের সম্পর্ক কেন ভেঙেছিল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। দুইজনের মধ্যে কেউই বিবাহ বিচ্ছেদের বিষয়ে খোলাখুলিভাবে কথা বলেননি। এই কারণে, দুইজনের বৈবাহিক বন্ধন ভাঙার রহস্য এখনও রহস্যই থেকে গেছে।