নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না
রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এক অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত নায়িকা।

রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এক অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত নায়িকা। অভিনয় জীবনে তিনি মূঋত তেলেগু ও কন্নড় ভাষার সিনেমাতেই অভিনয় করেছেন। রশ্মিকা ২০১৬ সালে ‘কিরকি পার্টি’ (কানাড়া) সিনেমার মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। অভিনেত্রীর আরো কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ‘অঞ্জলি পুত্র’ (কানাড়া), ‘চমক’ (কানাড়া), ‘গীত গোবিন্দম’ (তেলেগু), ‘ডিয়ার কমরেড’ (তেলেগু), ‘ভীষ্ম’ (তেলেগু), ‘পোগারু’ (কানাড়া), ‘সুলতান’ (তামিল), ‘পুষ্পা: দ্য রাইজ’ (তেলেগু) প্রভৃতি।
দক্ষিণী সিনেমার অভিনেত্রী হলেও রশ্মিকা সমগ্র ভারতবর্ষেই প্রবলভাবে জনপ্রিয়। দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি ডাবিং করার পর তাঁর অভিনয় দক্ষতা ও সৌন্দর্য দেখে সারা দেশ জুড়েই দর্শকমহলে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গিয়েছে। পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় রশ্মিকা। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার্স সংখ্যা ৩৬.৬ মিলিয়ন। মানুষ ফলো করেন।
বেশ কয়েক বছর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও ২০২১ সালেই তিনি সর্বাধিক পরিচিতি অর্জন করেন। এই বছরের শেষের দিকে মুক্তিলাভ করেছিল আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা অভিনীত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise)। এই সিনেমায় ‘শ্রীভল্লি’ নামক চরিত্রে অভিনয়ের পর থেকেই রশ্মিকার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। ইতিমধ্যেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীর ডেবিউ ঘটেছে। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমাতে কাজ করেছেন রশ্মিকা।
তবে এবারে নিজস্ব লুকের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গ্ল্যাম লুকে হাজির হয়েছিলেন রশ্মিকা। কালো রঙের অফ-শোল্ডার ডিপ নেক বডিকন শর্ট ড্রেস (পেছনের দিক লম্বা), টপ মেসি বান ও ন্যুড মেকআপে তাঁর সৌন্দর্য ছিল চোখধাঁধানো। কিন্তু নেটিজেনদের অনেকেই রশ্মিকার এই লুক পছন্দ করেননি। তাঁদের মতে, ‘বলিপাড়ায় এসেই শরীর দেখানো শুরু বয়ে গেল? আগেই তো ভাল ছিলেন, সাবেকি পোশাকে দারুণ মানায় আপনাকে, এমন পোশাকে খুব জঘন্য দেখাচ্ছে।’ আবার কেউ উর্ফি জাভেদকে টেনে এনে লিখেছেন, ‘রশ্মিকাও এখন উরফিকে ফলো করছেন, ভাবতেই পারছি না!’