×

নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করলেন অভিনেত্রী রেশমি দেশাই, ভুল করেও পরিবারের সামনে দেখবেন না

অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ রেশমি দেশাই (Rashmi Deshai)। এই অভিনেত্রীকে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি সহ বলিউড সিনেমা জগতে নিজের অভিনয়ের ছাপ ছাড়তে দেখা যায়।

অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ রেশমি দেশাই (Rashmi Deshai)। এই অভিনেত্রীকে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি সহ বলিউড সিনেমা জগতে নিজের অভিনয়ের ছাপ ছাড়তে দেখা যায়। রেশমি দেশাই অনেক কম বয়সেই অভিনয় জগতে পা দেন। বর্তমানে তিনি অভিনেত্রী ও নৃত্য পরিবেশনকারী হিসাবে পরিচিত লাভ করেছেন। তাঁর সৌন্দর্য একাধিকবার চর্চার বিষয় হয়ে উঠতে দেখা গেছে।

তিনি প্রথমে ‘মিট মিলাদে রাব্বা’ ধারাবাহিকে অভিনয় করেন। এরপরে তাঁকে জি টিভি চ্যানেলের ‘রাবণ’-এও দেখা যায়। যদিও কালার্স চ্যানেলের ‘উত্তরণ’ ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। এরপরে তাঁকে ‘দিল সে দিল তাক’ ধারাবাহিকেও দেখা যায়। তারপরে এই অভিনেত্রীকে ‘নাচ বালিয়ে’, ‘ঝলক দিখ লাজা’, ‘খাতরো কে খিলাড়ি’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘জারা নাচকে দিখা’, ‘কিচেন চ্যাম্পিয়ন সিজন টু’, ‘বিগ মানি’ প্রভৃতিতে অংশগ্রহণ করতে দেখা যায়। ‘বিগবস ১৩’-এ অংশগ্রহণ করে তিনি ‘থার্ড রানার্স আপ’ হন।

যুগের সঙ্গে তাল মিলিয়ে এই জনপ্রিয় অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তাঁর নিজের ইনস্টাগ্রাম আইডি রয়েছে। সেই আইডি থেকে তিনি প্রতিনিয়ত বিভিন্ন ফটো ও ভিডিও আপলোড করার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। তাঁর সৌন্দর্য দেখে এমনিতেই ভক্তরা উন্মাদ হয়ে যান। এবার তাঁর এক ভিডিও দেখে ভক্তদের ঘুম উড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হল।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ভাইরাল ভয়ানি’ (Viral Bhayani) নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। ভিডিওটিতে তাঁর শরীরের উপরিভাগে সবুজ সঙ্গের অফ শোল্ডার টপ ও শরীরের নিম্নভাগে সবুজ রঙের পালাজো প্যান্ট দেখতে পাওয়া যায়। মুখমণ্ডলে মানানসই মেকআপ ও খোলা চুলে খুবই সুন্দর দেখতে লাগছিল অভিনেত্রীকে। দাবি করা হয়েছে ভিডিওটি একটি ইভেন্টের। যেখানে তিনি দেরি করে পৌঁছানোর পরেও একদম গ্ল্যামারাস লুকে ইভেন্টে প্রবেশ করেন তিনি।

Related Articles