Rachna Banerjee : ছেলের চিন্তায় উড়েছে রাতের ঘুম, ‘Didi No 1’-এর মঞ্চে বড় সিদ্ধান্ত নিলেন রচনা
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachna Banerjee)।

Rachna Banerjee : টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। তিনি বাংলার বাইরেও অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। ওড়িশা ও দক্ষিণ ভারতের একাধিক সিনেমায় তিনি ( Rachana Banerjee ) অভিনয় করেছেন। এমনকি অমিতাভ বচ্চনের বিপরীতেও তাঁকে অভিনয় করতে দেখা যায়। ‘সূর্যবংশম’ নামক হিন্দি সিনেমায় এক উল্লেখযোগ্য চরিত্রে তিনি অভিনয় করেছিলেন।
Rachana Banerjee :
রচনা ব্যানার্জির (Rachana Banerjee) প্রকৃত নাম হল ঝুমঝুম ব্যানার্জি। তিনি কলকাতায় ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। তাঁর নামে যুক্ত রয়েছে ‘মিস ক্যালকাটা’-এর খেতাবও। দাবি করা হয় তিনি প্রথমে ওড়িয়া অভিনেতা সিদ্ধার্থ মহাপাত্রকে (Siddhartha Mahapatra) বিয়ে করেছিলেন। পরবর্তীকালে তাঁর সঙ্গে বিচ্ছেদ ঘটলে ওড়িয়া চলচ্চিত্রকে বিদায় জানিয়ে তিনি কলকাতায় আসেন ও প্রবাল বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে তাঁর কোল আলো করে পুত্রসন্তান জন্ম নেয়, নাম রাখা হয় প্রবাল বসু।
এখানে পড়ুন : যৌবন ধরে রাখতে রোজ এই কাজটি করেন রচনা ব্যানার্জী
Rachana Banerjee :
বর্তমানে রচনা ব্যানার্জি ‘দিদি নং ওয়ান’ (Didi No 1) শোয়ের সঞ্চালিকা। এই মঞ্চেই তাঁকে তার ১৬ বছরের ছেলেকে নিয়ে চিন্তায় পড়তে দেখা গেল। শোয়েতে তিনি নানান রকমের প্রশ্ন করতে থাকেন প্রতিযোগীদের। তাঁর সেই সমস্ত প্রশ্নের জেরে নাজেহাল হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় প্রতিযোগীদের। তবে এইবারে পাল্টা প্রশ্নের মুখে পড়তে দেখা গেল শোয়ের সঞ্চালিকাকেই।
Rachan Banerjee Didi NO 1 VIDEO :
‘দিদি নং ওয়ান’ শোয়ের এক পর্বে প্রতিযোগী হিসাবে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন তারকা শিল্পী ও তাঁদের মায়েরা। এরই মধ্যে উপস্থিত ছিলেন টেলিভিশন জগতের অভিনেতা সোহেল দত্ত। তিনি হঠাৎ রচনা ব্যানার্জিকে প্রশ্ন করে বসেন, “আপনার ছেলে প্রেম করে?” এই প্রশ্ন শুনে প্রথমেই আঁতকে ওঠেন অভিনেত্রী। তারপরে সোহেলের জবাবে তিনি বলেন, “ও তো সবে দশম শ্রেণীতে পড়ছে। দাঁড়াও একটু জল খাই। আমাকে এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হবে, জীবনে কোনোদিনও ভাবিনি। বেশ ভালোই ধাক্কা খেলাম”। এই প্রশ্নোত্তর পর্ব যদিও মজার ছলেই ছিল। তবে রচনার কাছে এই প্রশ্ন যে একদম নতুন ছিল, তা তাঁর আচরণেই স্পষ্টভাবে প্রতিফলিত হতে দেখা যায়।