Rachana Banerjee: ফাঁস হল রচনার গোপন দুর্বলতা
রচনা ব্যানার্জী বাংলা চলচ্চিত্র মহলে এক বিশেষ নাম, শুধু বাংলা নয় এই অভিনেত্রীর জনপ্রিয়তার প্রসার দেশেও।

রচনা ব্যানার্জী বাংলা চলচ্চিত্র মহলে এক বিশেষ নাম, শুধু বাংলা নয় এই অভিনেত্রীর জনপ্রিয়তার প্রসার দেশেও। কারণ বাংলা বাদে তিনি প্রায় চার পাঁচ ভাষার ছবি করেছেন। তাঁর সঙ্গে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো আছেনই। তবে প্রায় এক শতকের উর্ধ্বে হয়ে গিয়েছে চলচ্চিত্র মহল থেকে তাঁর বিদায় পর্ব। তিনি এখন কোনও ভাষারই ছবি করেন না। অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেন অনেক কারণে। তবে এখন তিনি বাংলার সবার কাছে একটাই নামে পরিচিতি তা হল ‘দিদি নং ওয়ান’ হিসেবে। প্রায় দশ বছরের অধিক সময় হয়ে গিয়েছে জী বাংলা খ্যাত “দিদি নং ওয়ান” নামের রিয়েলিটি-শো এর সঞ্চালিকা।
সেই হিসেবে তিনি আজ শুধু দেশেই নয় বিদেশেও খ্যাত। দেশ বিদেশের নানা মানুষ প্রতিযোগী হিসেবে আসে “দিদি নং ওয়ান” শো তে। দিনের পর দিন এই শো এর জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গিয়েছে। তবে এখানে বলার কিছু থাকে না যে এই শো এর জনপ্রিয়তার পেছনে একজনেরই নাম সবার প্রথমে উঠে আসে তিনি হলেন ‘রচনা ব্যানার্জী’। তবে অভিনেত্রী কিন্তু সমপরিমাণে খ্যাত সোশ্যাল মিডিয়াতেও। নিজের ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই নানা রকমের ছবি পোস্ট করেন দিদি। সেই ছবি দেখলে বোঝাই যায় তাঁর বয়স দিন দিন বাড়ছে নয়, কমছে। এমনকি ছোট্ট মিনিস্কার্ট, টপ পড়ে একেক সময় এমন লুকে ধরা দেয় নায়িকা সেখানে মনে হয় প্রায় বয়স কুড়ির দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন এই অভিনেত্রী। তবে ফিগার এবং সৌন্দর্য্য ধরে রাখার জাদু কিন্তু একমাত্র তারকারাই জানে।
সম্প্রতি ৪৬ বছরে পদার্পণ করেছেন তিনি। তবুও, টলিউডের হট ডিভা বলতে এখনও যাকে একনামে সবাই চেনেন তিনি হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এখন সকল দিদি দের ইন্সপিরেশন তিনি। কিন্তু এই বয়সে তিনি কীভাবে নিজেকে গ্ল্যামার ধরে রেখেছেন সেই রহস্যের কথাও জানিয়েছেন নায়িকা, ডাবের জল। হ্যাঁ, তিনি প্রতিদিন নিয়ম করে ডাবের জল খান। আর ডাবের জল স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এছাড়াও তিনি মাঝেমধ্যে চিট ডে পালন করেন। কিন্তু তাঁর দুর্বল জায়গা কী জানা আছে?
হ্যাঁ, সেই রহস্যই ফাঁস করেছেন নায়িকা। সকলেই জানেন যে অভিনেত্রীর দুর্বল জায়গা তাঁর ছেলে। কিন্তু পাশাপাশি আরও একটি দুর্বল জায়গা রয়েছে তাঁর। দিন কয়েক আগেই রচনা তাঁর ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল, এক প্লেট মিষ্টি নিয়ে বসে অন্যদিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। আর এই ছবি পোস্ট করেই অভিনেত্রী জানিয়েছেন, ‘ সুইট! মাই অনলি উইক পয়েন্ট’ অর্থাৎ মিষ্টি! আমার একমাত্র দুর্বলতা’। আর যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। কারণ মিষ্টি খেয়েও এত সুন্দর ফিগার কী করে ধরে রেখেছেন অভিনেত্রী সেই প্রশ্নেই জেরবার নেটপাড়া।