প্রসেনজিতের সঙ্গে এক গাড়িতে থাকা মানেই সর্বনাশ, বুম্বাদাকে নিয়ে অকপট রচনা ব্যানার্জি
কেন প্রসেনজিৎ ভাবলেন না রচনার সঙ্গেও প্রেম করা যায়

টলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। টেলিভিশন থেকে শুরু করে চলচ্চিত্র জগৎ, সবেতেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী। বাংলার পাশাপাশি ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অত্যন্ত জনপ্রিয় তিনি। ফ্যান ফলোয়িং-ও নেহাতই কম নয় এই অভিনেত্রীর। একসময় প্রসেনজিৎ-রচনা জুটি ঝড় তুলেছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে সম্প্রতি আর সেভাবে কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। তবে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ১’ এর সঞ্চালিকার দায়িত্বে রয়েছেন এই অভিনেত্রী।
প্রসেনজিৎ চ্যাটার্জীর (Prosenjit Chatterjee) সাথে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করেছেন রচনা ব্যানার্জি। শুধু সিনেমা নয় একসাথে বহু জায়গায় শো করেছেন এই জুটি। এখন তাঁদের দুজনকে একসাথে আর পর্দায় দেখা না গেলেও প্রসেনজিৎ ও রচনা এখনো খুব ভালো বন্ধু। কিছুদিন আগে ‘দিদি নাম্বার ১’ এর মঞ্চে ‘কাছের মানুষ’ সিনেমার প্রমোশনে এসেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী। সেখানে প্রসেনজিৎ ও রচনার রসায়ন দেখে কারো বুঝতে বাকি নেই যে তাঁদের মধ্যে সম্পর্ক এখনও যথেষ্ট মধুর।
কিছুদিন আগে জি বাংলা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘অপুর সংসার’-এ উপস্থিত হয়েছিলেন রচনা ব্যানার্জি। এই শোয়ের সঞ্চালকের দায়িত্ব রয়েছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এদিন শাশ্বত রচনা ব্যানার্জীর উদ্দেশ্যে জানতে চায় প্রসেনজিৎ-র সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ঠিক কেমন ছিল? এই প্রশ্নের উত্তরে রচনা ব্যানার্জি যা বলেন তা শুনে অবাক হয়ে যায় শাশ্বত থেকে শুরু করে ওই শো তে থাকা উপস্থিত সকল দর্শকেরা।
শাশ্বতর প্রশ্নের উত্তর রচনা ব্যানার্জি বলেন, ‘কেন প্রসেনজিৎ ভাবলেন না রচনার সঙ্গেও প্রেম করা যায়’? এদিন অপুর সংসারের মঞ্চে রচনা ব্যানার্জীর প্রসেনজিৎ চ্যাটার্জীর বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেন। অভিনেত্রী বলেন পর্দার দাপটে হিরো বাস্তব জীবনে ভীষণই ভীতু। কোনো জায়গায় প্রোগ্রামে যাওয়ার হলে, বুম্বা দা সময়ের অনেকক্ষণ আগে বাড়ি থেকে বের হতেন। এর কারণ হিসেবে রচনা ব্যানার্জি বলেন, বুম্বাদা গাড়ির স্পিড কখনো ৪০ এর উপরে উঠতে দিতেন না। ৩ ঘন্টার রাস্তা ৬ ঘন্টা যেতে সময় নিতেন বুম্বাদা। এছাড়া কোনো শো তে যদি অনেক বুম্বাদার ভক্তদের ভিড় জমায়েত হতো সেখানে ভয়ে লুকিয়ে থাকতেন বুম্বাদা।