প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ইন্ডাস্ট্রির ‘শিয়াল’! প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী রচনা ব্যানার্জী
রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) টলিউড ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী।

রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) টলিউড ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। বাংলা সিনেমার পাশাপাশি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রচনা কাজ করেছেন। এছাড়াও, একাধিক ওড়িশি ভাষার সিনেমা ও দক্ষিণ ভারতীয় ভাষার সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে। জনপ্রিয় এই অভিনেত্রী বড়ো পর্দায় এখন খুব একটা কাজ করেননা। তবে ছোট পর্দায় নতুন করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন রচনা।
জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দিদি নম্বর ওয়ান’-এর (Didi No. 1) সঞ্চালিকার ভূমিকা রচনা প্রায় দশ বছর ধরে পালন করে আসছেন। শোয়ের গঠনের পাশাপাশি রচনার সঞ্চালনা এই শোয়ের ইউএসপি। নিজের শো ছাড়াও জি বাংলার এক টক শো ‘অপুর সংসার’-তে অতিথি হিসেবে রচনা উপস্থিত হয়েছিলেন। বিশেষ এই পর্বে তিনি নিজের সহ-অভিনেতা ও টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সম্পর্কে অনেক কিছু বলেছেন।
গত ২০১৭ সালে জি বাংলার পর্দায় শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালিত শো-তে মজার ছলে রচনা বলেছিলৈন,”প্রসেনজিৎ অর্থাৎ বুম্বাদার সঙ্গে ৩৫টা ছবিতে অভিনয় করেছি। কিন্তু কখনও একবারের জন্যও আমার সঙ্গে একটু প্রেম করলো না। আরে এরকম তো ভাবতেই পারত, রচনা সুন্দর দেখতে, রোমান্টিক মানুষ। একটু প্রেম করি বা প্রেমের কথা বলি? কিন্তু কোথায় কি। ওই সিনেমাতে নায়ক-নায়িকা হয়ে কেটে গেল।”
এছাড়াও, যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও শাশ্বতকেও নিয়েও মজার কিছু কথা রচনা ওই দিন বলেছিলেন। সঞ্চালক শাশ্বত রচনার কাছে জানতে চেয়েছিলেন টলিউডের কোন কোন তারকাকে তিনি শিয়াল, গাধা ও মুরগীর সঙ্গে তুলনা করবেন। রচনার মতে ‘শিয়াল’ অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জী ওরফে বুম্বাদা কারণ তিনি অত্যন্ত চালাক ও বিচক্ষণ ব্যক্তিত্বসম্পন্ন। এরপরে তিনি যিশু সেনগুপ্তকে ‘গাধা’ বলেন, কারণ যিশু বর্তমানে যে সাফল্য অর্জন করেছেন, নিজের যোগ্যতার মাধ্যমে সেই সাফল্য আরো অনেক আগেই লাভ করতে পারতেন। রচনার এই কথায় শাশ্বতও সমর্থন জানান। খোদ শাশ্বতকেই রচনা এরপর ‘দেশি মুরগি’ আখ্যা দিয়েছিলেন। পুরনো এই ভিডিও আবার নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।