×

Rachana Banerjee: ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বিদায় নিলেন রচনা!

। 'দিদি' রচনা ব্যানার্জি ( Rachana Banerjee) কর্মজীবনের প্রথম অর্ধ সিনেমার মধ্যে কাটালেও, বর্তমানে তিনি 'দিদি নিং ওয়ান' (Didi No. 1) শোয়ের সঞ্চালিকার কাজে ব্যস্ত।

Rachana Banerjee :  টলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রির ‘দিদি’ তো একজনই। ‘দিদি’ রচনা ব্যানার্জি ( Rachana Banerjee) কর্মজীবনের প্রথম অর্ধ সিনেমার মধ্যে কাটালেও, বর্তমানে তিনি ‘দিদি নিং ওয়ান’ (Didi No. 1) শোয়ের সঞ্চালিকার কাজে ব্যস্ত। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ও ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড়ো পর্দায় জীবনের অনেকটা অংশ অতিবাহিত করার পরে তিনি বর্তমানে বাংলার ‘দিদি’ হিসাবে পরিচিতি লাভ করেছেন।

Rachana Banerjee :

Rachana Banerjee

বর্তমানে তিনি ‘দিদি নং ওয়ান’ শোয়ের মুখ হয়ে গেছেন। এখন রচনা ব্যানার্জি (Rachana Banerjee) শুধু একটি নাম নয় থেকে যায়নি, ব্র্যান্ড হয়ে গেছে। তাঁকে ছাড়া ‘দিদি নং ওয়ান’ শোয়ের কথা ভাবাই যায় না। তাঁকে ব্যতিরেকে কল্পনাই করা যায় না ‘দিদি নং ওয়ান’ শোয়ের অস্তিত্ব। পিতৃবিয়োগের পর তিনি কিছুদিনের জন্য যখন বিরতি নিয়েছিলেন, তখনই তাঁর গুরুত্ব বোঝা গেছিল।

এখানে দেখুন :  যৌবন ধরে রাখতে রোজ এই কাজটি করেন রচনা ব্যানার্জী

Rachana Banerjee  :

Rachana Banerjee

সৌরভ দাস ও সুদীপা চট্টোপাধ্যায় সেই সময়ের শো সামলে নিলেও তাঁরা রচনা ব্যানার্জির শূন্যতা পূরণ করতে পারেননি। সেই অবস্থায় সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে যায়। রচনা ব্যানার্জিকে ফিরিয়ে আনার দাবি উঠতে দেখা যায়। দর্শকদের সম্মিলিত অনুরোধ ও ভালোবাসার জেরে অবশেষে রচনা ব্যানার্জি( Rachana Banerjee)  ‘দিদি নং ওয়ান’ শোয়ের সঞ্চালিকার পদে আবার আসীন হলে শোয়ের জৌলুস ফেরত আসতে দেখা যায়।

এরপরে বিনা বাধায় আবার স্বমহিমায় শুরু হয় ‘দিদি নং ওয়ান’-এর সফর। যদিও আবার শোনা যাচ্ছে গুঞ্জন, ‘দিদি’ নাকি আবার শো থেকে বিদায় নিতে চলেছেন। এই খবর শুনেই অনেকের মন খারাপ হয়ে গেছে। তবে আপনাকে জানিয়ে দি, এতে চিন্তার কিছু নেই। কারণ, তিনি শো পাকাপাকিভাবে ছাড়বেন না, তবে কিছুদিনের জন্য ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বিরতি নিয়েছেন।

Rachana Banerjee :

Rachana Banerjee

রচনা ব্যানার্জি একজন ভ্রমণপ্রেমী মানুষ। হঠাৎ করে দূর বিদেশে বা দেশের কোথাও পাহাড়ের কোলে পাড়ি দিতে তিনি বেশ পছন্দ করেন। কিছু মাস আগে ফিফা বিশ্বকাপের উদ্দেশ্যে কাতারে পৌঁছে গেছিলেন তিনি। এবার জানা গেছে তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে কলকাতার গরম থেকে পালিয়ে উত্তরাখণ্ডে পাড়ি দিয়েছেন। তিনি ঘুরে বেড়ানোর একাধিক ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। কলকাতার মানুষ যেখানে এপ্রিলের গরমে হাঁসফাঁস করছেন, সেখানে তিনি এই এপ্রিলেই উত্তরাখণ্ডে গিয়ে রোদ পোহাচ্ছেন। এইসবের মাঝে রিভার র‍্যাফটিংয়েও ব্যস্ত থাকতে দেখা গেছে তাঁকে।

Related Articles