×

স্বল্প পোশাকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা! হট লুকে অনুরাগীদের রাতের ঘুম কাড়লেন অভিনেত্রী পূজা ব্যানার্জী

পূজা ব্যানার্জী ভারতীয় বিনোদন দুনিয়ার একজন সুপরিচিত মুখ

পূজা ব্যানার্জী (Puja Banerjee) ভারতীয় বিনোদন দুনিয়ার একজন সুপরিচিত মুখ। তিনি শুধু বাংলা ইন্ড্রাস্টিতেই নয়, অন্যান্য ভাষাতেও একাধিক কাজ করেছেন। তেলেগু সিনেমা ‘ভিড়ু থেড়া’-র মাধ্যমে পূজার অভিনয় জগতে প্রবেশ ঘটেছিল। এরপরে বাংলা সিনেমার সুপারস্টার দেবের (Dev) সঙ্গে ‘চ্যালেঞ্জ ২’, মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর বিপরীতে ‘রকি’, হিরণ চ্যাটার্জীর সঙ্গে ‘মাচো মুস্তানা’ প্রভৃতি সিনেমাতে তিনি কাজ করেছেন।

তবে বাঙালি এই অভিনেত্রী সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন হিন্দি ধারাবাহিক ‘দেবাদিদেব মহাদেব’-এর এক মুখ্য চরিত্র ‘পার্বতী’-র ভূমিকায় অভিনয় করে, কার্যত ‘পার্বতী’ নামেই সারা দেশ জুড়ে তিনি পরিচিত হয়ে ওঠেন। পরবর্তী সময়ে একাধিক বাংলা ওয়েব সিরিজেও উল্লেখযোগ্য চরিত্রে কাজ করেছেন পূজা। অভিনয় দক্ষতা ছাড়া নিজের সৌন্দর্য ও আকর্ষণীয় শারীরিক গঠনের জন্য‌ও ব্যাপক জনপ্রিয় তিনি।

সম্প্রতি তাঁকে আর সেইভাবে পর্দায় দেখা না গেলেও তিনি মডেলিং করছেন, বহু সময় আগে থেকেই পূজা নিয়মিত মডেল হিসেবে কাজ করে চলেছেন। পর্দার পাশাপাশি বাস্তব জীবনে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় পূজা, ইনস্টাগ্রামে তাঁর বর্তমান ফলোয়ার্স সংখ্যা ২.২ মিলিয়ন। সম্প্রতি ভাইরাল হয়েছে খোলামেলা পোশাকে তাঁর ফটোশ্যুটের এক রিল ভিডিও, যেখানে তাঁর বোল্ড লুকে দেখা মিলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

উল্লেখ্য ভাইরাল রিল ভিডিওটি কোনো এক ফটোশ্যুটের সময় পূজা যখন ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন তখন রেকর্ড করা হয়েছে। সাদা-কালো ছোপ ছোপ ওয়ান-শোল্ডার টাইট শর্ট ড্রেসে অভিনেত্রীর হটনেস যেন উপচে পড়েছে। সাদা হিল জুতো পরে খোলা চুলে মানানসই মেক‌আপ করে তিনি বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন। ক্যাপশনে পূজা লিখেছেন, ‘কিছু চিত্তাকর্ষক জিনিস আসছে, একটু অপেক্ষা করুন।’ নেটিজেনরা কমেন্ট বক্সে ছোটপর্দার ‘পার্বতী’-র বোল্ড লুকের ব্যাপক প্রশংসা করেছেন।

Related Articles