Puja Banerjee: নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করলেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি, ভাইরাল ভিডিও
পূজা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তিনি প্রতিনিয়ত নানান রকমের ফটো ও ভিডিও পোস্ট করতে থাকেন।

Puja Banerjee: বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ পূজা ব্যানার্জি (Puja Banerjee)। তিনি ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ (Tujh Sang Preet Lagai Sajna) হিন্দি ধারাবাহিকের দৌলতে জনপ্রিয়তা পান। একইসঙ্গে তিনি অভিনয় করেন একাধিক বাংলা সিনেমাতেও (Bengali Film Industry)। পরবর্তীকালে তাঁকে ‘ঝলক দিখলাজা’, ‘কমেডি নাইটস বাঁচাও’ (Comedi Nights Bachao), ‘বিগ বস বাংলা’তেও (Bigg Boss Bangla) দেখা যায়।
Puja Banerjee:
View this post on Instagram
২০২০ সালে তিনি বৈবাহিক জীবন শুরু করেন। ওই বছর তিনি ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ ধারাবাহিকের সহ অভিনেতা কুণাল বর্মার (Kunal Verma) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একইবছরে তাঁরা জীবনে এক পুত্র সন্তানকে স্বাগত জানান, নাম রাখেন কৃষিভ (Krishiv)। বর্তমানে পূজা ও কুণাল একে অপরের সঙ্গে সুখের সংসারে ব্যস্ত।
এখানে পড়ুন: নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করলেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি, ভুল করেও বাচ্চাদের সামনে দেখবেন না
Puja Banerjee:
পূজা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তিনি প্রতিনিয়ত নানান রকমের ফটো ও ভিডিও পোস্ট করতে থাকেন। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি মূলত গোয়ার এক ভিলার প্রোমোশন ভিডিও। সময় পেলেই পূজা দুনিয়া ঘুরতে বেরিয়ে পড়েন। এবারটাও অন্যথা হল না। তিনি পৌঁছে গেলেন গোয়া। সেখানে যে ভিলায় ছিলেন, সেই ভিলার অন্দরমহলই দেখালেন তিনি। ভিডিওটিতে অভিনেত্রী ‘Viostays’ নামক ভিলাটির আনাচে কানাচে ঘুরে দেখান। তাঁর পরণে ছিল কালো রঙের বিকিনি টপ-প্যান্ট ও চোখে ছিল সানগ্লাস। বিকিনি টপের ডিপ নেকলাইনের কারণে তাঁর বক্ষ বিভাজিকা ছিল স্পষ্ট।
Puja Banerjee:
View this post on Instagram
ভিডিওটিতে পূজাকে দেখে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ কমেন্টে লিখেছেন, “কেউ ঘর দেখছে না। সবার নজর আপনার উপরেই”। একজন তো প্রশ্ন করেই ফেলেন, “ঘর দেখাচ্ছ নাকি তোমার ফিগার”। পুরো কমেন্টবক্স ভালোবাসা ও আগুনের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।