×

Prosenjit-Rituparna : বহুদিন পর ঋতুপর্ণার গোপন কাহিনী ফাঁস করলেন প্রসেনজিৎ

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা জুটি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

Prosenjit-Rituparna : টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা জুটি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। দুই দশক ধরে একের পর এক হিট সিনেমা উপহাররূপে দেওয়ার মাধ্যমে দর্শকদের মন জয় করেছে এই জনপ্রিয় জুটি। দুইজনের বয়স বেড়ে গেলে, দুজনের নাম আজও ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি চর্চিত।

Prosenjit-Rituparna :

Prosenjit-Rituparna

সিনেমার পাশাপাশি বাস্তব জীবনেও এই জুটি জনপ্রিয়। তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখে একসময় তাঁদের সম্পর্কে জড়িয়ে থাকার গুঞ্জনও শোনা গেছিল। দুজনে যদিও এটিকে গুজব বলেই আখ্যায়িত করেন এবং সম্পর্কে থাকার গুঞ্জন পুরোপুরি নস্যাৎ করে দেন। বহু বছর পরে দুইজনকে আবার ‘প্রাক্তন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যায়।

Prosenjit-Rituparna  :

Prosenjit-Rituparna

সম্প্রতি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee) একটি গোপন তথ্য ফাঁস করলেন। এই গোপন তথ্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) কেন্দ্র করে। এই গোপন তথ্য যদিও বেশ মজার। বুম্বাদা জানান, কোনো এক সিনেমায় এক রোমান্টিক নাচের দৃশ্যে অভিনয় করতে ব্যস্ত ছিলেন তিনি। উক্ত দৃশ্যে বুম্বাদাকে অভিনেত্রীর পায়ের কাছে বসতে হতো। ঠিক ওই সময়েই তিনি হঠাৎ নাক ডাকার আওয়াজ শুনতে পান। এদিক ঐদিক তাকিয়ে তিনি দেখেন স্বয়ং নায়িকা তথা ঋতুপর্ণা সেনগুপ্তই নাক ডেকে ঘুমাচ্ছেন। জানা যায়, শুটিং চলার মাঝে ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন ঋতুপর্ণা।

এখানে দেখুন :   এতদিন পর সামনে এলো প্রসেনজিৎ-দেবশ্রীর বিচ্ছেদের আসল কারণ

Prosenjit-Rituparna :

Prosenjit-Rituparna

কয়েক মাস আগেই ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ (Prosenjit Weds Rituparna) নামক একটি সিনেমা তৈরি হয়েছে। এই সিনেমায় অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি (Ipsita Mukherjee) ও অভিনেতা ঋষভ বসুকে (Risav Basu) মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালের ২৫শে নভেম্বর তারিখে। সিনেমা রিলিজের আগে থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ ফেলে দিয়েছিল সিনেমার খবর। এই সিনেমার প্রচারে স্বয়ং বুম্বাদা নেমেছিলেন। প্রচারে নেমে তিনি নিজে কখনও সিনেমার টাইটেল ট্র্যাকে রিল ভিডিওতে অংশগ্রহণ করেছিলেন। আবার কখনও অনুরাগীদের কাছে সিনেমাটি দেখার অনুরোধ জানিয়েছিলেন।

Related Articles