‘পাঠান’ ঝড়ে কাঁপছে গোটা দেশ, শাহরুখ খানকে নিয়ে এই মন্তব্য করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
একসময় বলিউড থেকে আসা অভিনয়ের সুযোগের অফার ফিরিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী।

প্রায় চার বছর পর আবার পুরনো ধাঁচে ফিরেছেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। গত ২৫ শে জানুয়ারি শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’ (Pathan) মুক্তি পেয়েছে বড় পর্দায়। গোটা বিশ্বজুড়ে প্রায় ৮,৫০০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি। এখন সারা দেশ জুড়ে, সোশ্যাল মিডিয়ার পাতায়, চায়ের ঠেকে একটাই আলোচনা, তা হল ‘পাঠান’। এত বছর পর আবার শাহরুখের ম্যাজিকে মুগ্ধ গোটা দেশের মানুষ। শাহরুখের ফিরে আসা ঠিক যেন তার সংলাপের মতই। পুরো ‘কায়েনাত’ যেন চেয়েছে তাঁকে তাঁর সাফল্যের সঙ্গে মিলিয়ে দিতে। প্রায় কোটি কোটি লোকের প্রত্যাশা সফল করে বক্স অফিসে এক প্রকার সুনামি তুলেছে এই ছবি। তবে সব ভালো দিকের পিছনে কিছু খারাপ দিকও লুকিয়ে থাকে। এক্ষেত্রেও তার বিকল্প হয়নি। শাহরুখের প্রত্যাবর্তনের প্রভাব পড়েছে বাংলা ছবিতে।
যশরাজ ফিল্মসের শর্ত অনুযায়ী ‘পাঠান’ চালানোর জন্য বাংলা ছবি সরিয়ে দিতে হয়েছে হল মালিকদের। এই ঘটনার পরে বিতর্কে সরব হয়েছেন অঞ্জন দত্ত (Anjan Dutta), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) থেকে শুরু করে আরও অনেকে। জি ২৪ ঘণ্টা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘শুধু মাত্র আমার ছবি বিপদে পড়লেই নয়, ইন্ডাস্ট্রি হিসাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আমি বিশ্বাস করি আলোচনা করেই এর ফলাফল পাওয়া যাবে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়। আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, না হলে আগামীদিনে আরও বড় বিপদ হবে। সমস্ত বড়দিনে, ছুটিরদিনে ঐ প্রযোজনা সংস্থার ছবি রিলিজ করলে, বাংলা ছবি কোথায় যাবে? ’
একসময় বলিউড থেকে আসা অভিনয়ের সুযোগের অফার ফিরিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী। ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জীকে কাস্ট করা হলে সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। বলিউডের এত বড় সুযোগ হাতছাড়া করে কি আফশোস রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জীর? এর উত্তরে হাসি মুখে প্রসেনজিৎ চ্যাটার্জী বলেন যে, ‘আমি সলমান খানের ফ্যান। মিশুক আরও বড় ফ্যান। শাহরুখ রিলিজ করেছে ‘পাঠান’। যে যাই বলুক, আমাকেও ভাবিয়ে দিয়েছে। কারণ দর্শকের জন্য কাজ করতে হবে। যে লোকটা বরাবর আনন্দ দিয়ে গেছে। সে চারবছর পর ফিরে ফের মানুষকে আনন্দ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ও শাহরুখ খান’।
এরপর প্রসেনজিৎ চ্যাটার্জী আরো বলেন যে, ‘আমাদের যাঁদের একটু বয়স হয়েছে, তাঁদের জন্য অনুপ্রেরণা ও। শাহরুখ আমার থেকে বয়সে ছোট হলেও এই অনুপ্রেরণাটা শাহরুখ দিল। এই লড়াইটা অন্তহীন। কিছুদিন আগে কমল স্যর মানে কমল হাসান অনুপ্রেরণা দিয়েছিলেন। এখন কথা বলতে বলতেও আমায় মাথায় এখনও ঘুরছে পরের ছবিটা কী করব? এই লড়াইটাই চালাতে হবে। আমি হয়তো বাড়ির পার্টিতে যাইনি কিন্তু আমি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলাম। এটাই করতে হবে।’