×

প্রিয় বন্ধু অভিষেকের শেষযাত্রায় কেন যাননি প্রসেনজিৎ? প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন বুম্বা দা

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দুই অন্যতম উজ্জ্বল নক্ষত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিষেক চট্টোপাধ্যায়

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির দুই অন্যতম উজ্জ্বল নক্ষত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। এই দুই জনপ্রিয় অভিনেতা একসময়ে প্রায় ৫০টি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। তাঁদের পর্দা ও পর্দার বাইরের বন্ধুত্ব এত ঘনিষ্ঠ ছিল যে প্রায়শ‌ই তাঁদের নাম একসঙ্গেই বলা হত।

গত বছর অর্থাৎ ২০২২ সালের ২৩ মার্চ আকস্মিকভাবে মৃত্যু হয় অভিষেক চ্যাটার্জীর। বেশ কিছু সময় ধরে নানারকম অসুস্থতার পরে এই দিন শ্যুটিং সেট থেকেই তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর শেষ রক্ষা হয়নি। অভিষেক গত কয়েক বছর ধরে বড়ো পর্দায় আর সেইভাবে কাজ করছিলেন না, তবে ছোট পর্দায় তিনি নতুন করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

উল্লেখ্য সময়ে অভিষেক প্রায় একসঙ্গে স্টার জলসা চ্যানেলের ‘খড়কুঠো’ ও ‘মোহর’ ধারাবাহিকে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ইন্ড্রাস্টিতে শোকের ছায়া নেমে এসেছিল, তবে তার পাশাপাশি হয়েছিল বিস্তর জলঘোলা। পুরনো কিছু কথা ও ঘটনা তুলে নানারকম কথা সেই সময় বলা হয়েছিল। অভিষেকের ঘনিষ্ঠ বন্ধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিনেতার অন্তিম কাজের সময় দেখা যায়নি, যা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

 

অবশেষে পরবর্তী সময়ে প্রসেনজিৎ সংবাদমাধ্যমের কাছে বন্ধু অভিষেকের শেষ যাত্রায় উপস্থিত না থাকার কারণ জানিয়েছিলেন। তাঁর কথায়, বন্ধুর এইভাবে মৃত্যুর খবর তিনি বিশ্বাস করে উঠতে পারেননি ও রীতিমতো শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন। পরে তিনি নেটদুনিয়ায় অভিষেকের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কী বলব, কী লিখব… ভাষা হারিয়েছি। তোর বিকল্প হবে না কোনোদিন। ভাল থাকিস রে বন্ধু।’

Related Articles